Ajker Patrika

আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১০: ০৮
আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে জানমালের ক্ষয়ক্ষতির শঙ্কায় আশ্রয়কেন্দ্রে নির্ঘুম রাত কাটানোর পর বাড়ি ফিরতে শুরু করেছে দেশের উপকূলীয় অঞ্চলের মানুষ। 

গতকাল সোমবার রাতের প্রথম ভাগে বাংলাদেশের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় সিত্রাং। প্রভাবে নোয়াখালী, ভোলা, বরিশাল, কক্সবাজারসহ উপকূলের বিভিন্ন এলাকায় ৯ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছে। মধ্যরাত পর্যন্ত ভারী বর্ষণ ও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের বসতবাড়ি। দেশের বিভিন্ন এলাকায় ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

আজ মঙ্গলবার ভোরে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি ফিরছে তারা। 

বাগেরহাট জেলার ৩৪৪টি আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছিল ৭৩ হাজার ২০০ জন। আজ সকাল থেকে আবহাওয়া উজ্জ্বল থাকায় স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মধ্যে।

শরণখোলার ফায়েল খায়ের আশ্রয়কেন্দ্রে থাকা জিলবুনিয়া গ্রামের অনিল ঋষি বলেন, ‘ঘরের অবস্থা ভালো ছিল না। তাই রাতে আশ্রয়কেন্দ্রে ছিলাম। ছেলেমেয়ে নিয়ে শুধু মুড়ি ও চানাচুর খেয়ে রাত কাটিয়েছি। শুনেছিলাম ভালো খাবার দেওয়া হবে, কিন্তু কিছুই দেওয়া হয়নি।’

আবুল হোসেন হাওলাদার নামের আরেক ব্যক্তি বলেন, ‘বউ-বাচ্চা নিয়ে এসেছিলাম। সারা রাত ঘুমাতে পারিনি। খাবার খেয়েছি না খাওয়ার মতো। তার পরও সরকারি জায়গায় নিরাপদে থাকতে পেরেছি এটাই কম কিসে?’

বাগেরহাটের জেলা প্রশাসক মো. আজিজুর রহমান বলেন, ‘জেলার ৩৪৪টি আশ্রয়কেন্দ্রে ৭৩ হাজার ২০০ জন আশ্রয় নিয়েছে। ঝড়ের ক্ষয়ক্ষতি নিরূপণে আমরা কাজ শুরু করেছি। ক্ষতিগ্রস্তদের সরকারি নিয়ম অনুযায়ী সহযোগিতা করা হবে।’ 

শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন জাানান, উপজেলার সাউথখাল, খোন্তাকাটা, রায়েন্দা ও ধানসাগর ইউনিয়নে বিপুল পরিমাণ গাছ উপড়ে পড়েছে। বেশ কিছু কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। কোথাও কোনো মানুষের ক্ষতি হওয়ার খবর পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত