Ajker Patrika

যশোরে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

অভয়নগর (যশোর) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুটির নাম তাবাসসুম। সে অভয়নগর গ্রামের তাহের শেখের একমাত্র মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শিশুটি মা রিবা আকতার কিস্তির টাকা দিতে পাশের বাড়িতে যায়। এ সময় ওই শিশু বাবার কাছে ছিল। বাবা অন্য কাজে ব্যস্ত থাকায় শিশুটির প্রতি নজর রাখতে পারেননি। এর মধ্যে শিশুটি খেলার সময় পাশের একটি পুকুরে পড়ে যায়।

কিছুক্ষণ পর শিশুর মা বাড়িতে ফিরে এসে তাবাসসুমকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পাড়ে শিশুর লাশ দেখতে পান। এ ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম বলেন, শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কোনো অভিযোগ না পাওয়ায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত