বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ৮ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৬ জনকে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ড. মো. আতিকুস সামাদ আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—বাগেরহাট জেলার কচুয়া উপজেলার কাকারবিল এলাকার আকাশ মোল্লা, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. কবিরুল ইসলাম, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর সোনাখালির মিজানুর রহমান, রঘুনাথপুর গ্রামের মো. জহিরুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলার গড়েরকান্দা গ্রামের মো. মাকসুদুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামের মো. মোরশেদ আলম, সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা গ্রামের মো. সাইফুল ইসলাম ও বাগেরহাট সদর উপজেলার নাটইখালী গ্রামের তরিকুল ইসলাম।
এদের মধ্যে আকাশ, কবিরুল ও মিজানুরকে ৮ বছর, জহিরুল, মাকসুদুর ও মোর্শেদকে ৫ বছর এবং সাইফুল ও তরিকুলকে ২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এঁদের মধ্যে সাইফুল ও তরিকুল ছাড়া অন্য সবাইকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।
মামলায় জানা গেছে, ২০১৬ সালের ২৫ অক্টোবর রাতে সরকার বিরোধী নাশকতা সৃষ্টি ও হত্যার উদ্দেশ্যে জেলার কচুয়া উপজেলার খলিশাখালী এলাকার সাফায়েত শেখের বাগানে পরিত্যক্ত টিনের ঘরে অবস্থান নেয় জেএমবির সদস্যরা। খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। জেএমবি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পুলিশও পাল্টা গুলি ছুড়ে। একপর্যায়ে ধাওয়া করে চারজনকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে পুলিশ পিস্তল, চারটি হাত বোমা, শটগানের গুলি, বোমা তৈরির সরঞ্জাম, কম্পিউটারের হার্ডডিস্ক ও সংগঠনটির জিহাদি বই জব্দ করে। পুলিশ তদন্ত শেষে ৮ জনকে অভিযুক্ত করে ২০১৭ সালের ১১ মে আদালতে চার্জশিট দাখিল করে। মামলার ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় ঘোষণা করেন।
মামলার রাষ্ট্রপক্ষের কৌশলী আইনজীবী মো. শহিদুজ্জামান বলেন, সরকার বিরোধী নাশকতা সৃষ্টি ও হত্যার উদ্দেশ্যে একত্রিত হওয়ার মামলায় সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্ক শেষে আদালত ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। এদের মধ্যে ৬ জনকে আর্থিক দণ্ড দেওয়া হয়েছে।
বাগেরহাটে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ৮ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৬ জনকে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ড. মো. আতিকুস সামাদ আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—বাগেরহাট জেলার কচুয়া উপজেলার কাকারবিল এলাকার আকাশ মোল্লা, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. কবিরুল ইসলাম, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর সোনাখালির মিজানুর রহমান, রঘুনাথপুর গ্রামের মো. জহিরুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলার গড়েরকান্দা গ্রামের মো. মাকসুদুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামের মো. মোরশেদ আলম, সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা গ্রামের মো. সাইফুল ইসলাম ও বাগেরহাট সদর উপজেলার নাটইখালী গ্রামের তরিকুল ইসলাম।
এদের মধ্যে আকাশ, কবিরুল ও মিজানুরকে ৮ বছর, জহিরুল, মাকসুদুর ও মোর্শেদকে ৫ বছর এবং সাইফুল ও তরিকুলকে ২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এঁদের মধ্যে সাইফুল ও তরিকুল ছাড়া অন্য সবাইকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।
মামলায় জানা গেছে, ২০১৬ সালের ২৫ অক্টোবর রাতে সরকার বিরোধী নাশকতা সৃষ্টি ও হত্যার উদ্দেশ্যে জেলার কচুয়া উপজেলার খলিশাখালী এলাকার সাফায়েত শেখের বাগানে পরিত্যক্ত টিনের ঘরে অবস্থান নেয় জেএমবির সদস্যরা। খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। জেএমবি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পুলিশও পাল্টা গুলি ছুড়ে। একপর্যায়ে ধাওয়া করে চারজনকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে পুলিশ পিস্তল, চারটি হাত বোমা, শটগানের গুলি, বোমা তৈরির সরঞ্জাম, কম্পিউটারের হার্ডডিস্ক ও সংগঠনটির জিহাদি বই জব্দ করে। পুলিশ তদন্ত শেষে ৮ জনকে অভিযুক্ত করে ২০১৭ সালের ১১ মে আদালতে চার্জশিট দাখিল করে। মামলার ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় ঘোষণা করেন।
মামলার রাষ্ট্রপক্ষের কৌশলী আইনজীবী মো. শহিদুজ্জামান বলেন, সরকার বিরোধী নাশকতা সৃষ্টি ও হত্যার উদ্দেশ্যে একত্রিত হওয়ার মামলায় সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্ক শেষে আদালত ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। এদের মধ্যে ৬ জনকে আর্থিক দণ্ড দেওয়া হয়েছে।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
২ মিনিট আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৮ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগে