Ajker Patrika

প্রথম নারী এসপি পেল যশোর

যশোর প্রতিনিধি
রওনক জাহান। ছবি: সংগৃহীত
রওনক জাহান। ছবি: সংগৃহীত

যশোর জেলায় প্রথম নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার রওনক জাহান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গতকাল মঙ্গলবার রাতে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে যশোরের এসপি মো. জিয়াউদ্দিন আহম্মেদকে ঢাকায় পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। যদিও এর আগে জিয়াউদ্দিনকে গত ১৭ ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) কাজী ফজলুল করিম স্বাক্ষরিত এক চিঠিতে প্রত্যাহার করা হয়েছিল। তখন থেকে যশোরের ভারপ্রাপ্ত এসপি হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নূর ই আলম সিদ্দিকী।

জেলা পুলিশের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, রওনক জাহান যশোরের ৫১তম পুলিশ সুপার হিসেবে যোগদান করবেন। তাঁর আগে এ জেলায় দায়িত্বরত ৫০ জন এসপি-ই ছিলেন পুরুষ।

২৭তম বিসিএসের পুলিশ কর্মকর্তা রওনক জাহান নেত্রকোনার পূর্বধলার সন্তান। তাঁর নিয়োগদানকে সাধুবাদ জানিয়েছেন যশোরের বাসিন্দারা। সীমান্তবর্তী বৃহৎ এই জেলায় অপরাধসহ নানামুখী সমস্যা মোকাবিলা করে দায়িত্ব পালন বেশ চ্যালেঞ্জিং। রওনক জাহান দৃঢ়তার সঙ্গে তা পালন করে যশোরবাসীকে অধিকতর নিরাপদে রাখবেন বলে তাঁরা আশা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত