Ajker Patrika

সাতক্ষীরায় লকডাউনের মেয়াদ ফের বেড়েছে

প্রতিনিধি
সাতক্ষীরায় লকডাউনের মেয়াদ ফের বেড়েছে

সাতক্ষীরা: করোনাভাইরাসের সংক্রমণ প্রত্যাশিতভাবে না কমায় সাতক্ষীরায় লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ভার্চ্যুয়াল সভায় এ ঘোষণা দেন। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ কমেছে। তবে মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গে আটজন মারা গেছেন।

লকডাউন সফল করতে সাতক্ষীরায় বৃহস্পতিবার ব্যাপক পুলিশি তৎপরতা দেখা যায়। মোড়ে মোড়ে বাঁশ দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন তাঁরা। গ্রাম পর্যায়েও যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। তবে সকালে ও সন্ধ্যার পরে অরক্ষিত থাকছে সব। দলবলে মানুষ রাস্তায় নামছে সে সময়।

এ বিষয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, লকডাউন সফল করতে পুলিশ সদা তৎপর রয়েছে। কিছু সমস্যা থাকলে সেগুলোর সমাধান করা হবে।

লকডাউন বাড়ানোর ব্যাপারে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে লকডাউন আরও এক সপ্তাহ বাড়ছে। করোনা প্রতিরোধ কমিটির ভার্চ্যুয়াল সভায় আগামী সপ্তাহের লকডাউন আরও কঠোরভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৫০ দশমিক ৫৩ শতাংশ। এর আগের দিন নমুনা পরীক্ষা করা হয় ১৮২ জনের। এর মধ্যে ১০৮ জনের করোনা শনাক্ত হয়। শতাংশের হারে যা ৫৯ দশমিক ৩৪ শতাংশ। সোমবার নমুনা পরীক্ষা করা হয় ১৮৭ জনের। এর মধ্যে পজিটিভ পাওয়া যায় ১০৩ জনের। শতাংশের হারে যা ৫৫ দশমিক ৮ শতাংশ।

তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে গত দুদিনের অর্ধেক। হঠাৎ করে নমুনা পরীক্ষা কমানোর কারণ সম্পর্কে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার জানান, নমুনা কম সংগ্রহ হয়েছে। যে কারণ পরীক্ষাও কম হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৮ জন।

অপরদিকে করোনায় সাতক্ষীরায় শয্যা সংকট না থাকলেও রয়েছে চিকিৎসক ও নার্স সংকট। সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা রয়েছে ১৫৫ টি।

এ বিষয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কনসালট্যান্ট ডা. মানস কুমার মন্ডল জানান, শয্যা সংকট না থাকলেও চিকিৎসক সংকট প্রকট। অবিলম্বে হাসপাতালে ১০ জন চিকিৎসক, ৩০ জন নার্স ও ৩০ জন ওয়ার্ড বয় নিয়োগের দাবি জানাচ্ছি।

সদর হাসপাতালেও শয্যা সংকট না থাকলেও অক্সিজেন সরবরাহ নেই। নেই আইসিইউ ভেন্টিলেটর। এ বিষয়ে সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার জানান, হাসপাতালে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা নেই। নেই হাইফ্লো ন্যাজেল ক্যানোলা। একটিও আইসিইউ ভেন্টিলেটর নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত