Ajker Patrika

কুষ্টিয়ায় বিলের পানিতে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় বিলের পানিতে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু

কুষ্টিয়ার মাছপাড়া গ্রামে বিলের পানিতে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া সরকারপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। 

নিহতরা হলো—ওই গ্রামের নায়েব আলীর মেয়ে অনামিকা (১৫) ও গোলাম আলীর মেয়ে নাজনীন (১১)।

রাত ১১টার দিকে আজকের পত্রিকাকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আনোয়ার।

খুরশিদ আনোয়ার বলেন, ‘রাত ৭টার দিকে পরিবারের লোকজন নিখোঁজের বিষয়টি আমাদের জানায়। পরে ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ দুজনের লাশ পাওয়া গেছে।’

স্থানীয় ও পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাদের সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
 
ঝাউদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, বিকেলে ঝাউদিয়া ইউনিয়নের চাপাইগাছি বিলের অংশ মাছপাড়ায় বেড়াতে যায় ফুফু অনামিকা, ভাতিজি নাজনীনসহ তিনজন। এ সময় বিলে নৌকা ভ্রমণের সময় অসতর্কতাবশত পানিতে পড়ে যায় ফুফু-ভাতিজি। বিলে পানি বেশি থাকায় এবং সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশিরভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত