Ajker Patrika

নেকাব না খোলায় ছাত্রীর ভাইভা নেয়নি বোর্ড

ইবি প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৯: ৫৭
Thumbnail image

নেকাব না খোলায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীর সেমিস্টার ফাইনাল পরীক্ষায় ভাইভা নেওয়া হয়নি। গত ১৩ ডিসেম্বর এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ভাইভা অনুষ্ঠিত হয়। ভাইভা বোর্ডে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শিমুল রায়, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, পরীক্ষা কমিটির সভাপতি উম্মে সালমা লুনা ও বিভাগের শিক্ষক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘সেদিন সবার ভাইভা নিলেও আমার ভাইভা গ্রহণ করা হয়নি।’

এ বিষয়ে পরীক্ষা কমিটির সভাপতি উম্মে সালমা লুনা বলেন, ‘ভাইভা বোর্ডে আমরা তাঁকে বলেছিলাম, সে যে আমাদের স্টুডেন্ট তা প্রমাণ করার জন্য; কিন্তু সে প্রমাণ করতে পারেনি।’

বিভাগীয় শিক্ষক ও ভাইভা বোর্ডের সদস্য শহিদুল ইসলাম বলেন, ‘আমরা তাকে ভাইভায় নেকাব খোলার জন্য অনুরোধ করেছিলাম। সে রাজি না হওয়ায় পরীক্ষা কমিটির সভাপতির নেতৃত্বে সিদ্ধান্ত নিয়ে তাঁকে ভাইভা বোর্ড থেকে বের করে দেওয়া হয়।’ উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘ধর্মীয় বিষয়ে কারও হস্তক্ষেপ করার অধিকার নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত