Ajker Patrika

মোটরসাইকেল দুর্ঘটনার শিকার দুই যুবক, উদ্ধারে গিয়ে মিলল ৮১ বোতল ফেনসিডিল

আপডেট : ১৫ জুন ২০২২, ০৮: ১৮
মোটরসাইকেল দুর্ঘটনার শিকার দুই যুবক, উদ্ধারে গিয়ে মিলল ৮১ বোতল ফেনসিডিল

শরীরে লুকানো ৮১ বোতল ফেনসিডিল নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন দুই যুবক। এ সময় পথচারী এক বৃদ্ধার সঙ্গে ধাক্কা লেগে আহত হন ওই বৃদ্ধাসহ মোটরসাইকেল আরোহী দুজনই। স্থানীয়রা তাঁদের উদ্ধার করতে আসেন এবং পুলিশে খবর দেন। পুলিশ দুর্ঘটনাস্থলে আহতদের উদ্ধার করতে গিয়ে যুবকদের শরীরে বিশেষ কায়দায় লুকানো ফেনসিডিল উদ্ধার করে এবং তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। 

গতকাল সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের মা-বাবা ইটভাটার সামনে। এ দুর্ঘটনায় আহত পথচারী বৃদ্ধার নাম পানুরা বেগম (৪০)। মোটরসাইকেল আরোহী দুই যুবক হলেন—চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিংনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আল আমিন (২০) ও দামুড়হুদা উপজেলার সুলতানপুর গ্রামের মমিনুল হকের ছেলে বিপ্লব হাসান (১৯)। 

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন, ‘জীবননগর চুয়াডাঙ্গা সড়কের পিয়ারাতলা এলাকার মা-বাবা ইটভাটা সংলগ্ন স্থানে সোমবার রাত ৯টার দিকে একটি দ্রুতগামী মোটরসাইকেল পিয়াতলা এলাকার পানুরা (৪০) নামের এক মহিলাকে ধাক্কা মেরে সড়কের ছিটকে পড়ে। ঘটনায় দুই তরুণসহ তিনজন আহত হয়। পরবর্তীতে পার্শ্ববর্তী এলাকাবাসী তাঁদের উদ্ধার করে পুলিশকে খবর দেন। 

ওসি আরও বলেন, ‘তাৎক্ষণিক উপসহকারী পরিদর্শক (এএসআই) ইমামুল দুর্ঘটনাস্থলে আহতদের উদ্ধারে গিয়ে দুই যুবকের শরীরে বিশেষ কায়দায় লুকানো ভারতীয় ৮১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে আহতদেরও জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত পথচারী নারীকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন। আহত দুই যুবককে পুলিশ হেফাজতে জীবননগর হাসপাতাল চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের নামে একটি মামলা দায়ের করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত