Ajker Patrika

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই মাছ ব্যবসায়ী নিহত

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ০৭ জুলাই ২০২২, ১২: ০৫
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই মাছ ব্যবসায়ী নিহত

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের কালীগঞ্জ উপজেলা শহরের খয়েরতলায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন যশোরের চাঁচড়া এলাকার মাছ ব্যবসায়ী ওহিদুজ্জামান (৩৬) এবং একই এলাকার রায়পাড়া গ্রামের লুৎফর রহমান (৪৫)। 

জানা গেছে, তাঁরা একটি পিকআপ ভ্যানে বগুড়া থেকে মাছের রেনু পোনা নিয়ে যশোরে যাচ্ছিলেন। রাতে ঘটনাস্থলে পৌঁছালে সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবোঝায় ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের ইঞ্জিন দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুজন মারা যান। তবে পিকআপচালক পালিয়ে যান। এরপর রাতেই কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় কালীগঞ্জ হাইওয়ে পুলিশ বালুবোঝাই ট্রাক ও পিকআপ ভ্যানটি জব্দ করে। 

কালীগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা মামুনুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ভ্যানে আটকে থাকা মরদেহ দুটি উদ্ধার করি। তাঁরা দুজনই পিকআপের ইঞ্জিনে চাপা পড়েছিলেন। আমরা ইঞ্জিন কেটে তাঁদের বের করে নিয়ে আসি।’ 

কালীগঞ্জের বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাউদ্দীন দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা সংবাদ পেয়ে রাতেই রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা বালুর ট্রাক ও পিকআপ ভ্যান জব্দ করে থানায় নিয়ে আসি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত