যশোর প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য আনা সোলার প্যানেলবাহী ট্রাক আটকে ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। পরে আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আনোয়ার হোসেন ও প্রক্টরিয়াল দলের উপস্থিতিতে ট্রাকগুলো বিশ্ববিদ্যালয়ের প্রবেশ করে পণ্য খালাস করে।
গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই ট্রাক আটকের ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, যবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সালের নির্দেশনায় ৮-১০ জন কর্মী ট্রাকগুলো থেকে সোলার প্যানেলগুলো খালাস আটকে দেন।
তবে অভিযোগ অস্বীকার করে তানভীর ফয়সাল বলেন, ‘তাঁদের কাছে কেন চাঁদা চাইব। এমন ধরনের অভিযোগ মিথ্যা। একটি পক্ষ ছাত্রলীগের সুনাম নষ্ট করতে এমন অভিযোগ করতে পারে। ছাত্রলীগের কোনো নেতা-কর্মী এই কাজের সঙ্গে জড়িত নয়। আমি ঈদের ছুটিতে এখনো গ্রামে। আর সভাপতি দেশের বাইরে।’
জানা গেছে, বিশ্ববিদ্যালয়কে পুরোপুরি গ্রিন এনার্জির আওতায় আনার জন্য গতকাল চট্টগ্রাম থেকে ১২টি ট্রাকে করে সোলার প্যানেল নিয়ে আসে সুপার স্টার রিনিউয়েবল এনার্জি লিমিটেড। কিন্তু পাঁচটি ট্রাক সোলার প্যানেল আনলোড করতে পারলেও চাঁদা দাবি করে বাকি ট্রাকগুলো আটকে দেওয়া হয়।
তবে ছাত্রলীগের নেতা-কর্মীরা কত টাকা চাঁদা দাবি করেন, সে বিষয়ে কেউ তথ্য দিতে পারেননি।
বিশ্ববিদ্যালয় উপাচার্য আনোয়ার হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় সৌরবিদ্যুতের আওতায় আনা কার্যাদেশ পাওয়া কোম্পানির প্রতিনিধিরা আমাকে জানান, মোট ১২টি ট্রাকের মধ্যে পাঁচটির পণ্য খালাস করা গেছে। বাকি সাতটি ট্রাক বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্রনেতা আটকে রেখে চাঁদা দাবি করেছেন। তাই আজ (বৃহস্পতিবার) সকালে আমি নিজের তত্ত্বাবধানে গাড়িগুলো ক্যাম্পাসে প্রবেশের ব্যবস্থা করে দিই।’
উপাচার্য আরও বলেন, ‘যারা এই অপকর্মে জড়িত ছিল, তাদের পরিচয় জানা গেছে। তবে আমি এখন নাম প্রকাশ করতে চাচ্ছি না। যদি কোম্পানি জড়িতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য আনা সোলার প্যানেলবাহী ট্রাক আটকে ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। পরে আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আনোয়ার হোসেন ও প্রক্টরিয়াল দলের উপস্থিতিতে ট্রাকগুলো বিশ্ববিদ্যালয়ের প্রবেশ করে পণ্য খালাস করে।
গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই ট্রাক আটকের ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, যবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সালের নির্দেশনায় ৮-১০ জন কর্মী ট্রাকগুলো থেকে সোলার প্যানেলগুলো খালাস আটকে দেন।
তবে অভিযোগ অস্বীকার করে তানভীর ফয়সাল বলেন, ‘তাঁদের কাছে কেন চাঁদা চাইব। এমন ধরনের অভিযোগ মিথ্যা। একটি পক্ষ ছাত্রলীগের সুনাম নষ্ট করতে এমন অভিযোগ করতে পারে। ছাত্রলীগের কোনো নেতা-কর্মী এই কাজের সঙ্গে জড়িত নয়। আমি ঈদের ছুটিতে এখনো গ্রামে। আর সভাপতি দেশের বাইরে।’
জানা গেছে, বিশ্ববিদ্যালয়কে পুরোপুরি গ্রিন এনার্জির আওতায় আনার জন্য গতকাল চট্টগ্রাম থেকে ১২টি ট্রাকে করে সোলার প্যানেল নিয়ে আসে সুপার স্টার রিনিউয়েবল এনার্জি লিমিটেড। কিন্তু পাঁচটি ট্রাক সোলার প্যানেল আনলোড করতে পারলেও চাঁদা দাবি করে বাকি ট্রাকগুলো আটকে দেওয়া হয়।
তবে ছাত্রলীগের নেতা-কর্মীরা কত টাকা চাঁদা দাবি করেন, সে বিষয়ে কেউ তথ্য দিতে পারেননি।
বিশ্ববিদ্যালয় উপাচার্য আনোয়ার হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় সৌরবিদ্যুতের আওতায় আনা কার্যাদেশ পাওয়া কোম্পানির প্রতিনিধিরা আমাকে জানান, মোট ১২টি ট্রাকের মধ্যে পাঁচটির পণ্য খালাস করা গেছে। বাকি সাতটি ট্রাক বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্রনেতা আটকে রেখে চাঁদা দাবি করেছেন। তাই আজ (বৃহস্পতিবার) সকালে আমি নিজের তত্ত্বাবধানে গাড়িগুলো ক্যাম্পাসে প্রবেশের ব্যবস্থা করে দিই।’
উপাচার্য আরও বলেন, ‘যারা এই অপকর্মে জড়িত ছিল, তাদের পরিচয় জানা গেছে। তবে আমি এখন নাম প্রকাশ করতে চাচ্ছি না। যদি কোম্পানি জড়িতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
ঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
২৫ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
২৬ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
৪২ মিনিট আগেমাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
২ ঘণ্টা আগে