Ajker Patrika

লোহাগড়ায় গ্রাম পুলিশকে হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২৩, ১৭: ৫৩
লোহাগড়ায় গ্রাম পুলিশকে হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়ায় গ্রাম পুলিশ বকুল শেখকে কুপিয়ে হত্যার ঘটনায় রুবেল শেখ (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন। 

গতকাল সোমবার রাতে নিহতের ছেলে রমজান শেখ বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন। এতে সাতজনের নাম ও অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়। 

এর আগে গত রোববার সন্ধ্যায় উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি পূর্বপাড়ার গ্রাম পুলিশকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। নিহত বকুল শেখ ওই গ্রামের মৃত বদির শেখের ছেলে। 

নিহতের ছেলে রমজান শেখ বলেন, ‘গ্রামের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পুলিশকে জানালে আমার বাবাকে হত্যা করেছে আসামিরা। হত্যাকাণ্ডের পর আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তারা কেউ এলাকায় নেই। বাবার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানাই।’ 

লোহাগড়া থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, বকুল শেখকে কুপিয়ে হত্যার ঘটনায় তাঁর ছেলে মামলা করেছেন। এ ঘটনায় রুবেল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভিডিও কলে ‘বিয়ে’: দেশে ফিরে দেখেন আরেকজনের স্ত্রী, অতঃপর কারাগারে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত