Ajker Patrika

শৈলকুপায় আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুরের অভিযোগ 

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১২: ৩৫
শৈলকুপায় আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুরের অভিযোগ 

ঝিনাইদহের শৈলকূপার আবাইপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মুক্তার আহমেদ মৃধার বিরুদ্ধে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল উদ্দিনের অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভাঙচুরের এ ঘটনা ঘটে। 

জানা যায়, গতকাল হেলাল উদ্দিন বিশ্বাস মীনগ্রামে তাঁর নির্বাচনী অফিস চালু করেন। পরে সন্ধ্যায় মুক্তার আহমেদ মৃধার ছেলে সুমন মৃধার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন রামদা-ঢাল-সড়কি নিয়ে স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দীন বিশ্বাসের অফিসে অতর্কিত হামলা চালান। এ সময় স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকেরা তাঁদের অবরুদ্ধ করেন। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। 

ভাঙচুরের পর হাটফাজিলপুর ও আবাইপুর বাজারে কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতে হাটফাজিলপুর বাজারে দুই গ্রুপ মুখোমুখি সংঘর্ষ হয়। ইটপাটকেল নিক্ষেপ ও বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। এর আগে মীনগ্রাম বাজারের পাশে একটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল উদ্দিন বিশ্বাস বলেন, ‘গতকাল সকাল থেকে আমি নির্বাচনের কাজ করে বেড়াচ্ছিলাম। বিকেলের দিকে হাট ফাজিলপুর বাজারে নির্বাচনী অফিসে কাজ করার সময় মুক্তার আহমেদ মৃধার ছেলে সুমন মৃধার নেতৃত্বে তাঁদের লোকজন দা, রামদা, লাঠি নিয়ে বারবার আমাদের দিকে ধেয়ে আসে। এ সময় তাঁদের মধ্য থেকে একটি ছেলে আমাকে লাঠি দিয়ে আঘাত করতে চেষ্টা করেন। সেখানে তাঁরা ব্যর্থ হন। পরে সন্ধ্যায় মীনগ্রামে আমার নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়। এ সময় অফিসে থাকা আমার কয়েকজন কর্মী আহত হয়েছেন। 

স্বতন্ত্র চেয়ারম্যান আরও বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ বিষয়ে মুক্তার আহমেদ মৃধার সঙ্গে কথা বলার জন্য মোবাইলে কল করলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল বলেন, ‘এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনায় কেউ অভিযোগ দিলে আমরা মামলা নেব। এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তার আহমেদ মৃধার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন স্বেচ্ছাসেবক লীগের নেতা ও বর্তমান চেয়ারম্যান হেলাল উদ্দীন বিশ্বাস। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

দায়িত্ব পেয়েই ‘অনিয়ম-দুর্নীতিতে’ মাসুদ রানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত