Ajker Patrika

‘রুচির দুর্ভিক্ষ আওয়ামী লীগে, হিরো আলমের নয়’

মাগুরা প্রতিনিধি
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ২০: ১৯
Thumbnail image

‘হিরো আলমকে নিয়ে এক নাট্যব্যক্তিত্ব বলেছিলেন, রুচির দুর্ভিক্ষ চলছে সমাজে। বর্তমান কর্মকাণ্ডে আমরা দেখছি, আওয়ামী লীগে চলছে রুচির দুর্ভিক্ষ।’ এমনই মন্তব্য করেছেন বিএনপি খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কণ্ডু। 

আজ সোমবার মাগুরায় বিএনপির এক জনসমাবেশে তিনি এসব কথা বলেন। 

জয়ন্ত কুমার কণ্ডু বলেন, ‘পুলিশের হামলায় আমান উল্লাহ আমান সাহেব মাটিতে লুটে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে ঘুমের ইনজেকশন দিয়ে একটা ঘুমন্ত মানুষের কাছে ফলের ঝুড়ি দিয়ে বিতর্ক সৃষ্টি করেছে সরকার। একই সঙ্গে গয়েশ্বর বাবুকে ডিবি কার্যালয়ে ডেকে খাবার দিয়ে ছবি তুলে রাজনীতি শুরু করেছে।’ 

বিএনপির এই নেতা আরও বলেন, ‘এসব ছলচাতুরী করে কোনো লাভ হবে। প্রবীণ এই দুই নেতাকে নিয়ে অপরাজনীতি শুরু করেছে রুচির দুর্ভিক্ষে পড়া আওয়ামী লীগ। সময় আসবে আমাদেরও। তবে তাদের (আওয়ামী লীগ) মতো এ রাজনীতি বিএনপি করবে না।’ পুলিশকে দলীয় মনোভাবে ছেড়ে আসার আহ্বান জানান তিনি। 

পূর্বঘোষিত এ জনসমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে মিছিল বের করেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ নিয়ে দুপক্ষের উত্তেজনা থাকলেও বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে দুই দলের কর্মসূচি শেষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত