Ajker Patrika

চুল কেটে, মুখে কালি মেখে নারীকে নির্যাতন, গ্রেপ্তার ৪

­যশোর প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মধ্যবয়সী এক নারীর দুই হাত ওড়না দিয়ে বাঁধা। তাঁকে ঘিরে বেশ কয়েকজনের ভিড়। তাদের মধ্যে চারজন ওই নারীকে জাপটে ধরেছে এবং একজন কাঁচি দিয়ে চুল কাটছে। তখন ওই নারী চিৎকার করছেন। আর সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করছে কেউ কেউ।

যশোরের ঝিকরগাছায় এক নারীকে এভাবে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ভুক্তভোগী উপজেলার একটি গ্রামের বাসিন্দা। তিনি গত রোববার বেনেয়ালি গ্রামে তাঁর সাবেক পুত্রবধূকে দেখতে গিয়ে নির্যাতনের শিকার হন। চুল কেটে দেওয়ার পাশাপাশি তাঁকে মারধর ও মুখে কালি মাখিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী ঝিকরগাছা থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত চারজনকে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন বনেয়ালি কলাবাগানপাড়ার শিমুল হোসেন, রনি বেগম, পদ্মপুকুরের শারমিন আক্তার রুমি ও রহিমা। গতকাল তাঁদের কারাগারে সোপর্দ করা হয়।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবলুর রহমান খান বলেন, ভিকটিম সাবেক পুত্রবধূ বীথিকে দেখতে তাঁর নতুন স্বামীর বাড়ি গিয়েছিলেন। বীথির স্বামী ও বাবার বাড়ির লোকজন আটকে রেখে ভিকটিমের মাথার চুল কেটে দেয়। এ সময় তাঁকে মারপিট করা হয়। এ ঘটনায় বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত