Ajker Patrika

গাংনীতে রাস্তায় ইট-খোয়া ফেলে চলাচলের উপযোগী করছেন গ্রামবাসী

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১৫: ০৫
গাংনীতে রাস্তায় ইট-খোয়া ফেলে চলাচলের উপযোগী করছেন গ্রামবাসী

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের ঝোড়াঘাট ও দেবীপুরের বিভিন্ন কাঁচা রাস্তা নিজেদের অর্থায়নে সংস্কারের কাজ করছেন গ্রামবাসী। এসব রাস্তায় বর্ষার সময় চলাচলে বেশি ভোগান্তিতে পড়তে হয় মানুষের। ইট-খোয়া ফেলে যাতায়াতের উপযোগী করছেন স্থানীয়রা। 

স্থানীয়রা জানান, অনেক বছর ধরে ঝোড়াঘাট ও দেবীপুর গ্রামের বিভিন্ন কাঁচা রাস্তায় কাজ করা হয়নি। এসব রাস্তা দিয়ে শুষ্ক মৌসুমে চলাচল করা গেলেও বর্ষায় ভোগান্তিতে বেশি পড়তে হয়। এ সময় রাস্তায় কাদা থাকে। এতে বাইসাইকেল নিয়েও বের হতে পারেন না গ্রামের মানুষ। 

ঝোড়াঘাট গ্রামের জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের গ্রাম দীর্ঘদিন ধরে অবহেলিত। শুকনোর সময় একটু চলাচল করা যায়। কিন্তু বর্ষার সময় এত পরিমাণ কাদা হয়, মানুষের চলাচলের উপযোগী আর থাকে না। এ জন্য নিজেদের অর্থায়নে চলাচলের জন্য কাজ করছি।’ আর এই উদ্যোগ নিয়েছে লিটন মালিথা নামের একজন স্থানীয় বাসিন্দা। 

ঝোড়াঘাট গ্রামের আরেক বাসিন্দা বাবুর আলী বলেন, ‘বর্ষা মৌসুমে রাস্তায় কাদা-পানি থাকার কারণে আমাদের ছেলে-মেয়েদের স্কুলে যেতে অনেক কষ্ট হয়। এখন গ্রামবাসী নিজেরাই অর্থ দিয়ে রাস্তার কাজ করছি। এ জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে তাঁকে ধন্যবাদ।’ 

উপজেলার দেবীপুর দক্ষিণপাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, ‘দেবীপুর দক্ষিণপাড়ার রাস্তা দিয়ে চলাচলে অনেক সমস্যা হয়। বর্ষা মৌসুম এলে কাদায় চলা যায় না। গত বছর ইট-খোয়া ফেলে চলাচলের উপযোগী করা হয়। কিন্তু বর্ষায় আবারও কাদা হয়েছে। তাই স্থানীয়রা উদ্যোগ নিয়ে নিজেরাই টাকা তুলে ইট-খোয়া ফেলে চলাচলের উপযোগী করছি।’ 

স্থানীয় বাসিন্দা পলাশ আহমেদ বলেন, ‘আমাদের গ্রামের লিটন মালিথা যে কাজটার উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। রাস্তার কাজগুলো শেষ হলে আর মানুষকে কাদার মধ্যে চলাচল করতে হবে না। তার এই কাজের জন্য তাঁকে সাধুবাদ জানাই। 

এ বিষয়ে মো. লিটন মালিথা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বুদ্ধি হওয়ার বয়স থেকে ঝোড়াঘাট গ্রামের রাস্তায় একটি ইটও কাউকে ফেলতে দেখিনি। গ্রামের মানুষের সার্বিক কষ্টের কথা বিবেচনা করে সংস্কারের উদ্যোগ নিয়েছি। গ্রামের যত অলিগলি আছে সবগুলোর কাজ করব। বর্ষা মৌসুমে ঝোড়াঘাট গ্রামের তিনটি ছোট রাস্তার কেমন দশা হয় তা বলে বোঝানো যাবে না। রাস্তায় এত পরিমাণ কাদা হয় যে মানুষ ঘর থেকে বের হলেই কাদায় পা ফেলতে হয়। এ কাজের জন্য আমাকে অর্থসহ বিভিন্ন সহযোগিতা করে আসছেন গ্রামের লোকজন।’ 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গাংনী উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন বলেন, ঝোড়াঘাট ও দেবীপুরের রাস্তা যদি সরকারিভাবে নথিভুক্ত থাকে, তাহলে গ্রামের লোকজনের আবেদনের ভিত্তিতে সহযোগিতা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত