Ajker Patrika

বাগেরহাটে আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯: ৫১
Thumbnail image

বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নকিব আকবর আলীর (৭২) রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মুনিগঞ্জ সেতু টোলপ্লাজা-সংলগ্ন সড়কের ওপর থেকে রক্তাক্ত অবস্থায় তাঁকে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে যান পথচারীরা। মৃত অবস্থায় নকিব আকবর আলীকে হাসপাতালে নেওয়া হয়েছিল বলে জানান হাসপাতালের চিকিৎসকেরা। বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার সরদার বিষয়টি নিশ্চিত করেন।

নকিব আকবর আলী বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তাঁর স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রয়েছেন। আদালতে মামলার কাজ শেষে রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। 

হাসপাতালে নিয়ে আসা পথচারীরা জানান, মাজার পাটগাতি আঞ্চলিক মহাসড়কের ওপর নকিব আকবর আলীর রক্তাক্ত দেহ ও মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা একটি ইজিবাইকে করে নকীব আকবর আলী ও তাঁর মোটরসাইকেল বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে আসেন। তাঁদের ধারণা, আকবর আলী মোটরসাইকেল নিয়ে দুর্ঘটনায় পড়েছিলেন। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নকীব আকবর আলীর জামাতা এনামুল হোসেন বলেন, এটা একটা হত্যাকাণ্ড হতে পারে। তার চোখ, কপাল ও মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর অনেক শত্রু রয়েছে, তারাও এ ঘটনা ঘটাতে পারে। তদন্ত করে সঠিক ঘটনা উদ্ঘাটনের দাবি জানান তিনি। 

বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু বলেন, ‘এটি হত্যা না দুর্ঘটনা কোনোটিই স্পষ্ট করে বলতে পারছি না। তদন্তপূর্বক এই মৃত্যুর কারণ উদ্‌ঘাটনের জন্য পুলিশের ভূমিকা রাখতে হবে। অপরাধী অনেক বেশি ক্ষমতাধর হলেও তাকে আইনের আওতায় আনতে হবে। তার মৃত্যুতে সদর উপজেলা আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে। 

বাগেরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পার্শা সানজানা বলেন, নকিব আগবর আলীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। 

বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার সরদার বলেন, মৃতদেহের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত