Ajker Patrika

থাইল্যান্ডের কিউজাই জাতের আম এখন কেশবপুরে

কেশবপুর (যশোর) প্রতিনিধি
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১৫: ৩১
থাইল্যান্ডের কিউজাই জাতের আম এখন কেশবপুরে

যশোরের কেশবপুরের ব্রহ্মকাটি গ্রামে প্রথমবারের মতো থাইল্যান্ডের কিউজাই জাতের আম আবাদ করা হয়েছে। ব্রহ্মকাটি গ্রামের কৃষক খন্দকার শফি গত বছর কিউজাই জাতের দুটি আমের গাছ রোপণ করেন। প্রথমবারই ওই দুটি গাছে প্রায় ৫০টি আম ধরেছে। একেকটি আমের ওজন হয়েছে প্রায় এক কেজি। 

কৃষক খন্দকার শফি বলেন, পরীক্ষামূলকভাবে থাইল্যান্ডের কিউজাই জাতের দুটি আমগাছের চারা রোপণ করা হয়। এই জাতের আম দেখতে বেশ লম্বাটে। আম কাঁচা খেতে খুব মিষ্টি। কয়েকটি আম ইতিমধ্যে গাছ থেকে পাড়া হয়েছে। পাকা অবস্থায় এই আম খেতে আরও বেশি সুস্বাদু। প্রথমবার ফলন ভালো পাওয়ায় বাণিজ্যিকভাবে এই জাতের আম চাষাবাদের আগ্রহ প্রকাশ করেন এই কৃষক। 

কৃষক খন্দকার শফি জানান, কিউজাই আম স্বাদে, গন্ধে, আকারে ফল হিসেবে পুষ্টির চাহিদা পূরণে সেরা ও অতুলনীয়। তাঁর গাছের একেকটি আমের ওজন প্রায় ১ কেজি হয়েছে। 

এ ব্যাপারে খুলনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মহাদেব চন্দ্র সানা বলেন, থাইল্যান্ডের কিউজাই জাতের আম এ দেশের মাটি ও আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় বাণিজ্যিকভাবে আবাদ করা সম্ভব। আমটি আকারে বড়। খেতেও খুব সুস্বাদু হওয়ায় কৃষকেরা এই জাতের আম আবাদে ঝুঁকছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত