শ্রমিকেরা ধান কাটতে গিয়ে দেখলেন খেতে পড়ে আছে রক্তাক্ত লাশ। শরীরের বিভিন্ন স্থানে রয়েছে ধারালো অস্ত্রের আঘাত। নাম-পরিচয় না জানলেও স্থানীয়দের ধারণা নিহত ব্যক্তির বয়স প্রায় ৩৫ বছর হবে। পরে খবর পেয়ে এই লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার ভোরে যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের জোঁকা ঈদগাহসংলগ্ন একটি ধানখেতে।
লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঝাঁপা ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সঞ্জিত কুমার। তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, লোকটিকে হত্যা করে কেউ লাশ ফেলে গেছে। আমরা এখনো লাশের পরিচয় পাইনি।’
ঝাঁপা ইউনিয়নের পরিষদের (ইউপি) স্থানীয় সদস্য সিদ্দিকুর রহমান বলেন, ‘আজ ভোর সাড়ে ৫টার দিকে জোঁকা ঈদগাহসংলগ্ন সড়কের পাশে নিজের খেতে শ্রমিক নিয়ে পাকা ধান কাটতে যান জোঁকা গ্রামের আইয়ুব আলী। এরপর খেতে ধান শোয়ানো দেখে তিনি এগিয়ে গিয়ে লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে ঝাঁপা ক্যাম্প পুলিশকে খবর দেওয়া হয়।’
নিহত যুবক স্থানীয় বাসিন্দা না হওয়ায় কেউ তাঁকে চিনতে পারছেন না বলে জানান ইউপি সদস্য সিদ্দিকুর। লাশের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘লাশের ডান পা হাঁটু থেকে ভাঁজ করা ছিল। বাঁ কানের নিচে ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। কানের নিচের আঘাত থেকে রক্ত ঝরছে। বুক থেকে ঝরা রক্তে জামা ভিজে আছে। লাশের দুই পায়ের মাঝখানে একটি পানির বোতল রাখা আছে।’
স্থানীয় বাসিন্দা আনিছুর রহমান বলেন, ‘নিহত ব্যক্তিকে সড়কের পাশে রেখে খুন করে লাশ টেনে এনে ধানখেতের মাঝখানে রাখা হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। আজ ভোরে ধান কাটতে এসে রাস্তার পাশ থেকে ধানগাছ শোয়ানো দেখে সামনে এগিয়ে গিয়ে লাশ দেখতে পান শ্রমিকেরা। এই অবস্থা দেখে তাঁরা আর ধানগাছে কাঁচি দেননি।’
শ্রমিকেরা ধান কাটতে গিয়ে দেখলেন খেতে পড়ে আছে রক্তাক্ত লাশ। শরীরের বিভিন্ন স্থানে রয়েছে ধারালো অস্ত্রের আঘাত। নাম-পরিচয় না জানলেও স্থানীয়দের ধারণা নিহত ব্যক্তির বয়স প্রায় ৩৫ বছর হবে। পরে খবর পেয়ে এই লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার ভোরে যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের জোঁকা ঈদগাহসংলগ্ন একটি ধানখেতে।
লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঝাঁপা ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সঞ্জিত কুমার। তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, লোকটিকে হত্যা করে কেউ লাশ ফেলে গেছে। আমরা এখনো লাশের পরিচয় পাইনি।’
ঝাঁপা ইউনিয়নের পরিষদের (ইউপি) স্থানীয় সদস্য সিদ্দিকুর রহমান বলেন, ‘আজ ভোর সাড়ে ৫টার দিকে জোঁকা ঈদগাহসংলগ্ন সড়কের পাশে নিজের খেতে শ্রমিক নিয়ে পাকা ধান কাটতে যান জোঁকা গ্রামের আইয়ুব আলী। এরপর খেতে ধান শোয়ানো দেখে তিনি এগিয়ে গিয়ে লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে ঝাঁপা ক্যাম্প পুলিশকে খবর দেওয়া হয়।’
নিহত যুবক স্থানীয় বাসিন্দা না হওয়ায় কেউ তাঁকে চিনতে পারছেন না বলে জানান ইউপি সদস্য সিদ্দিকুর। লাশের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘লাশের ডান পা হাঁটু থেকে ভাঁজ করা ছিল। বাঁ কানের নিচে ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। কানের নিচের আঘাত থেকে রক্ত ঝরছে। বুক থেকে ঝরা রক্তে জামা ভিজে আছে। লাশের দুই পায়ের মাঝখানে একটি পানির বোতল রাখা আছে।’
স্থানীয় বাসিন্দা আনিছুর রহমান বলেন, ‘নিহত ব্যক্তিকে সড়কের পাশে রেখে খুন করে লাশ টেনে এনে ধানখেতের মাঝখানে রাখা হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। আজ ভোরে ধান কাটতে এসে রাস্তার পাশ থেকে ধানগাছ শোয়ানো দেখে সামনে এগিয়ে গিয়ে লাশ দেখতে পান শ্রমিকেরা। এই অবস্থা দেখে তাঁরা আর ধানগাছে কাঁচি দেননি।’
চাঁদপুরের মতলব উত্তরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। দিনরাত এসব কিশোর ধারালো অস্ত্র নিয়ে দলবেঁধে বেপরোয়াভাবে রাস্তাঘাটে ঘোরাফেরা করে। মারামারি, মেয়েদের উত্ত্যক্ত, মাদকসেবন, চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে বেড়াচ্ছে তারা। এ পরিস্থিতিতে অভিভাবকেরা উদ্বিগ্ন এবং এলাকাবাসী আতঙ্কিত।
১ সেকেন্ড আগেমুন্সিগঞ্জ কারাগারে বন্দী সারোয়ার হোসেন নান্নু (৬০) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে তাঁকে কারাগার থেকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে (শনিবার) দিবাগত রাত ৩টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন।
৪ মিনিট আগেখাগড়াছড়ির সদর উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে লাঠি ও ঝাড়ুমিছিল হয়েছে। আজ রোববার সকালে জেলার দীঘিনালা উপজেলায় হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ দীঘিনালা উপজেলা শাখা এই বিক্ষোভ করে।
৭ মিনিট আগেট্রাকের মালিক বগুড়ার মালীপাড়া গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘ট্রাকটি চুরি হয়ে যাওয়ার পর কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি।’ এরপর বিষয়টি ওসিকে জানানো হলে তিনি বলেন, যেভাবেই হোক আপনার ট্রাকটি উদ্ধার করতেই হবে। তা না হলে এলাকায় এ ধরনের ঘটনা আরও ঘটবে। এরপর ট্রাকটি উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগে