Ajker Patrika

পূর্ব সুন্দরবনে মাছ কাঁকড়া ধরার সময় ১০ জেলে আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
পূর্ব সুন্দরবনে মাছ কাঁকড়া ধরার সময় ১০ জেলে আটক

বাগেরহাটে পূর্ব সুন্দরবনের নারকেলবাড়িয়া ও শেলারচর এলাকায় অবৈধভাবে মাছ কাঁকড়া ধরার সময় ১০ জন জেলেকে আটক করেছে বনরক্ষীরা। আজ বুধবার সকালে শরণখোলা রেঞ্জের ওই এলাকায় অভিযান চালিয়ে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ট্রলার, জাল ও বিপুল পরিমাণ চাই জব্দ করা হয়।

আটক জেলেরা হলেন–শরণখোলার মালিয়া রাজাপুর গ্রামের আসাদুল, মোরেলগঞ্জের বারইখালী গ্রামের মন্টু, বাগেরহাটের রামপাল উপজেলার সিকিরডাঙ্গা গ্রামের ওমর ফারুক গাজী, বরগুনার তালতলী উপজেলার সখিনা গ্রামের জাফর পেয়াদা ও পাথরঘাটার রুহিতা গ্রামের কামাল কাজী।

তাদের কাছ থেকে তিনটি ইঞ্জিন চালিত নৌকা, চারটি ডিঙি নৌকা, ছয়টি ছোট ফাঁসের নিষিদ্ধ বেহুন্দি জাল, বিপুল পরিমাণ কাঁকড়া ধরার বাঁশের তৈরি চাই (চারো) এবং বিভিন্ন মালামাল জব্দ করেছে বনরক্ষীরা।

বিষয়টি নিশ্চিত করে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ জন জেলেকে আটক করা হয়েছে। আটক জেলেদের কাছে বন বিভাগের কোনো পাস-পারমিট পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘তারা অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া ধরছিলেন।’ তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত