Ajker Patrika

ইভিএমের মাধ্যমে ভোটারদের ধোঁকা দেওয়া হয়েছে: খুলনায় স্বতন্ত্র মেয়র প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, খুলনা থেকে 
আপডেট : ১৩ জুন ২০২৩, ১৮: ১১
ইভিএমের মাধ্যমে ভোটারদের ধোঁকা দেওয়া হয়েছে: খুলনায় স্বতন্ত্র মেয়র প্রার্থী

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ইভিএমের মাধ্যমে মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী এস এম শফিকুর রহমান মুশফিক। আজ মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গতকাল সোমবার অনুষ্ঠিত কেসিসি নির্বাচনে তিনি দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে ১৭ হাজার ২১৮ ভোট পেয়েছেন। ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শফিকুর রহমান মুশফিক বলেন, নির্বাচনের আগে ইভিএম নিয়ে ধারণা ছিল ভালো। কিন্তু নির্বাচনে দেখলাম এটি একটি ম্যান মেইড মেশিন। যার কন্ট্রোল মানুষের হাতে এবং প্রযুক্তিবিদের কমান্ডে চলে। সফটওয়্যারে যেভাবে কমান্ড থাকবে সেভাবেই কাজ করবে। তারা যে কমান্ড করেছিল, সে মোতাবেক ভোট হয়েছে এবং ভোটারদের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়নি। ইভিএমের মাধ্যমে ভোটারদের ধোঁকা দেওয়া হয়েছে। যে কারণে এই নির্বাচনে ভোটারদের ইচ্ছার প্রতিফলন ঘটেনি। ভোটের ফলাফল ডিজিটাল কায়দায় জালিয়াতি হয়ে গেছে।

কেসিসি নির্বাচনে গণমাধ্যমকে বোকা বানানো হয়েছে মন্তব্য করে দেয়াল ঘড়ি প্রতীকের এই প্রার্থী আরও বলেন, ‘এবার নির্বাচনে মূলধারার গণমাধ্যমকে বোকা বানিয়েছে কথিত সোশ্যাল মিডিয়ার কুরুচিপূর্ণ বিরূপ অপপ্রচার। কথিত ইউটিউব টিভি, ফেসবুক ছিল নিয়ন্ত্রণের বাইরে। এতে অনেক প্রার্থীর অতীত কর্মকাণ্ড নিয়ে ভিডিও ক্লিপ ছেড়ে দিয়ে জঘন্যতম চরিত্র হনন করেছে। কোনো কোনো প্রার্থীর বিরুদ্ধে সাজানো ভিডিও এবং সংবাদ প্রকাশ করা হয়েছে। যা গণমাধ্যম নীতিমালার ধারেকাছে যায়নি। আমাদের শিশু ও তরুণসহ সব শ্রেণি-পেশার মানুষের কাছে জনপ্রতিনিধিদের বিষয়ে রুচিহীন বার্তা পৌঁছে গেছে। ভবিষ্যতে কোনো ভদ্র, সভ্য মানুষ নির্বাচনে অংশ নেবে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।’

সংবাদ সম্মেলনে শফিকুর রহমান ‘সেভ দ্য পিপল’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশের কথা জানান। সংগঠনটি আগামী দিনে নাগরিক দাবি আদায়, খুলনার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত