Ajker Patrika

মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রতিনিধি
মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ঢাকা: মেহেরপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এমদাদ হোসেন (২১) এবং বেল্লাল হুসাইন (১৯) নামে দুজন নিহত হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর-মুজিবনগর সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ সময় তোজাম্মেল হোসেন ও চান্দু সরকার নামে দুজন আহত হয়েছে। তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আহতদের বাড়ি মেহেরপুর শহরের ক্যাশবপাড়ায়। দুজনই মেহেরপুর সরকারি কলেজের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দর শ্মশান মোড়ে দ্রুতগতিতে অতিক্রম করার সময় বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই মোটরসাইকেলের আরোহী ছিটকে পড়ে যায়।

২৫০ শয্যার মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এহসানুর রহমান জানান-দুজন ঘটনাস্থলেই মারা গেছে। তারা মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা গেছে। আহত দুজনকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম সহ হাত পা ভেঙে গেছে। কিছুটা সুস্থ হলে আহত দুজনকে সুচিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হবে।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা জানান-খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে রেখেছে। মোটরসাইকেলে গতিনিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত