নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নে ৪২ বছরের এক পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার শেখহাটি গ্রামের রাস্তার পাশে বাগানে এ ঘটনা ঘটেছে। আজ শনিবার ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ওসি শওকত কবীর।
ধর্ষণের শিকার নারীর অভিযোগ, টেক্সটাইল মিল থেকে নাইট ডিউটি শেষে বাড়ি ফেরার পথে ডহর শেখহাটি গ্রামের রাস্তার পাশে পৌঁছালে বাগানে লুকিয়ে থাকা মহিষখোলা গ্রামের হুমায়ূন মোল্লা (৩৪) জোরপূর্বক তাঁকে ধর্ষণ করেছেন।
গতকাল শুক্রবার এ ঘটনার পর ধর্ষণের শিকার ওই নারী চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে ভর্তি হন। দুপুর ২টার দিকে শেখহাটি ফাঁড়ির ইনচার্জ খাইরুল আলম চিকিৎসা শেষ হওয়ার আগেই ওই নারীকে নড়াইল সদর থানায় নিয়ে আসেন।
নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজল কুমার বকশি বলেন, ‘শুক্রবার সকালে ধর্ষণের অভিযোগ নিয়ে ওই নারী ভর্তি হন। আজ শনিবার প্রাথমিক পরীক্ষা হয়েছে, বাকি পরীক্ষা আগামীকাল হবে।’
চিকিৎসাধীন রোগীকে পুলিশ কীভাবে থানায় নিয়ে গেল—এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ওটা পুলিশের ব্যাপার।’
নড়াইল সদর থানায় আনার পরে ভুক্তভোগী নারীর সঙ্গে মোবাইলে যোগাযোগ হলে তিনি বলেন, ‘হাসপাতাল থেকে আমাকে শেখহাটি ফাঁড়ির আইসি সাহেব থানায় উঠায়ে আনছে, আমি তো মামলা করতেই চাই, আমার সঙ্গে যা ঘটেছে তার সুষ্ঠু বিচার চাই।’
শেখহাটি ফাঁড়ির ইনচার্জ (আইসি) খাইরুল আলম বলেন, ‘সদর থানার ওসি স্যার ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনতে বলেন, তাই আমি তাঁকে থানায় নিয়ে আসি।’
নড়াইল সদর থানার ওসি শওকত কবীর বলেন, ‘আমরা ঘটনা জেনে অভিযুক্ত হুমায়ূন মোল্লাকে আটক করেছি। আজ শনিবার অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হবে।’
নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নে ৪২ বছরের এক পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার শেখহাটি গ্রামের রাস্তার পাশে বাগানে এ ঘটনা ঘটেছে। আজ শনিবার ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ওসি শওকত কবীর।
ধর্ষণের শিকার নারীর অভিযোগ, টেক্সটাইল মিল থেকে নাইট ডিউটি শেষে বাড়ি ফেরার পথে ডহর শেখহাটি গ্রামের রাস্তার পাশে পৌঁছালে বাগানে লুকিয়ে থাকা মহিষখোলা গ্রামের হুমায়ূন মোল্লা (৩৪) জোরপূর্বক তাঁকে ধর্ষণ করেছেন।
গতকাল শুক্রবার এ ঘটনার পর ধর্ষণের শিকার ওই নারী চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে ভর্তি হন। দুপুর ২টার দিকে শেখহাটি ফাঁড়ির ইনচার্জ খাইরুল আলম চিকিৎসা শেষ হওয়ার আগেই ওই নারীকে নড়াইল সদর থানায় নিয়ে আসেন।
নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজল কুমার বকশি বলেন, ‘শুক্রবার সকালে ধর্ষণের অভিযোগ নিয়ে ওই নারী ভর্তি হন। আজ শনিবার প্রাথমিক পরীক্ষা হয়েছে, বাকি পরীক্ষা আগামীকাল হবে।’
চিকিৎসাধীন রোগীকে পুলিশ কীভাবে থানায় নিয়ে গেল—এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ওটা পুলিশের ব্যাপার।’
নড়াইল সদর থানায় আনার পরে ভুক্তভোগী নারীর সঙ্গে মোবাইলে যোগাযোগ হলে তিনি বলেন, ‘হাসপাতাল থেকে আমাকে শেখহাটি ফাঁড়ির আইসি সাহেব থানায় উঠায়ে আনছে, আমি তো মামলা করতেই চাই, আমার সঙ্গে যা ঘটেছে তার সুষ্ঠু বিচার চাই।’
শেখহাটি ফাঁড়ির ইনচার্জ (আইসি) খাইরুল আলম বলেন, ‘সদর থানার ওসি স্যার ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনতে বলেন, তাই আমি তাঁকে থানায় নিয়ে আসি।’
নড়াইল সদর থানার ওসি শওকত কবীর বলেন, ‘আমরা ঘটনা জেনে অভিযুক্ত হুমায়ূন মোল্লাকে আটক করেছি। আজ শনিবার অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হবে।’
লক্ষ্মীপুর সদর উপজেলার পুরাতন তেওয়ারীগঞ্জে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি দোকান পুড়ে যায়। দোকানগুলোর ব্যবসায়ীরা দাবি করেছেন, অগ্নিকাণ্ডে তাঁদের অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগেসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মালিকানাধীন প্রতিষ্ঠানের একটি হলো পিপিএস পাইপ অ্যান্ড প্লাস্টিক কারখানা। ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির ওয়েবসাইট প্রকাশ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২৪ মিনিট আগেনাটোরের গুরুদাসপুর উপজেলায় টোলপ্লাজায় দাঁড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় চালকের সহকারী নিহত হয়েছেন। এই ঘটনায় একজন ট্রাকচালক আহত হন। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেগত রোববার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এসে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ হন জ্যোতি। তিনি চুয়াডাঙ্গা জেলার বাগানপাড়া থানার মৃত ওলিউল্লাহ আহম্মেদের মেয়ে। জ্যোতি রাজধানীর মিরপুর এলাকায় পরিবার নিয়ে বাস করতেন।
১ ঘণ্টা আগে