Ajker Patrika

নড়াইলে পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগ

নড়াইল প্রতিনিধি
আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১৪: ৪১
নড়াইলে পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগ

নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নে ৪২ বছরের এক পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার শেখহাটি গ্রামের রাস্তার পাশে বাগানে এ ঘটনা ঘটেছে। আজ শনিবার ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ওসি শওকত কবীর। 

ধর্ষণের শিকার নারীর অভিযোগ, টেক্সটাইল মিল থেকে নাইট ডিউটি শেষে বাড়ি ফেরার পথে ডহর শেখহাটি গ্রামের রাস্তার পাশে পৌঁছালে বাগানে লুকিয়ে থাকা মহিষখোলা গ্রামের হুমায়ূন মোল্লা (৩৪) জোরপূর্বক তাঁকে ধর্ষণ করেছেন। 

গতকাল শুক্রবার এ ঘটনার পর ধর্ষণের শিকার ওই নারী চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে ভর্তি হন। দুপুর ২টার দিকে শেখহাটি ফাঁড়ির ইনচার্জ খাইরুল আলম চিকিৎসা শেষ হওয়ার আগেই ওই নারীকে নড়াইল সদর থানায় নিয়ে আসেন। 

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজল কুমার বকশি বলেন, ‘শুক্রবার সকালে ধর্ষণের অভিযোগ নিয়ে ওই নারী ভর্তি হন। আজ শনিবার প্রাথমিক পরীক্ষা হয়েছে, বাকি পরীক্ষা আগামীকাল হবে।’ 

চিকিৎসাধীন রোগীকে পুলিশ কীভাবে থানায় নিয়ে গেল—এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ওটা পুলিশের ব্যাপার।’ 

নড়াইল সদর থানায় আনার পরে ভুক্তভোগী নারীর সঙ্গে মোবাইলে যোগাযোগ হলে তিনি বলেন, ‘হাসপাতাল থেকে আমাকে শেখহাটি ফাঁড়ির আইসি সাহেব থানায় উঠায়ে আনছে, আমি তো মামলা করতেই চাই, আমার সঙ্গে যা ঘটেছে তার সুষ্ঠু বিচার চাই।’

শেখহাটি ফাঁড়ির ইনচার্জ (আইসি) খাইরুল আলম বলেন, ‘সদর থানার ওসি স্যার ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনতে বলেন, তাই আমি তাঁকে থানায় নিয়ে আসি।’ 

নড়াইল সদর থানার ওসি শওকত কবীর বলেন, ‘আমরা ঘটনা জেনে অভিযুক্ত হুমায়ূন মোল্লাকে আটক করেছি। আজ শনিবার অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত