Ajker Patrika

চিতলমারীতে দেয়াল চাপায় কিশোরের মৃত্যু

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ২২: ৩৫
চিতলমারীতে দেয়াল চাপায় কিশোরের মৃত্যু

বাগেরহাটের চিতলমারীতে দেয়াল ও সানসেটের চাপায় নয়ন খান (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার কলাতলা ফকিরবাড়ি পুরাতন মসজিদ ভবন ভাঙার সময় এ দুর্ঘটনা ঘটে। 

নয়ন খান উপজেলার শৈলদাহ গ্রামের প্রবাসী বিপ্লব খানের ছেলে ও শৈলদাহ-বাকপুর মডেল বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। 

চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান, নয়নের দাদা মো. বাদশা খান সকাল ১০টায় উপজেলার কলাতলা গ্রামের ফকিরবাড়ি পুরাতন মসজিদ ভবন ভাঙার কাজে যান। এ সময় তাঁর নাতি নয়নও তাঁর সঙ্গে যায়। দুড়ুর ১২টার দিকে বাদশা খান পুরাতন ভবনের সানসেটের ওপর উঠে ভাঙতে থাকেন। এ সময় সেখানে থাকা নয়ন দেয়াল ও সানসেটের চাপায় পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাননচক বাজারের পল্লি চিকিৎসক মনিরুজ্জামানের কাছে নিলে তিনি তাঁকে মৃত ঘোষণা করেন। 

পরিবারের অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত