Ajker Patrika

কোটচাঁদপুরে বাস-ভ্যান সংঘর্ষে চালকের মৃত্যু

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 
কোটচাঁদপুরে দুর্ঘটনার পর ঘটনাস্থলে এলাকাবাসীর ভিড়। ছবি: সংগৃহীত
কোটচাঁদপুরে দুর্ঘটনার পর ঘটনাস্থলে এলাকাবাসীর ভিড়। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চৈতন্য পাল (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের এলাঙ্গী মাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চৈতন্য পাল উপজেলার ফাজিলপুর গ্রামের মৃত কার্তিক পালের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চৈতন্য পাল (৪০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ফাজিলপুর গ্রামের মৃত কার্তিক পালের ছেলে। আজ রোববার সকাল আটটার দিকে কোটচাঁদপুর-কালিগঞ্জ সড়কের এলাঙ্গী মাঠসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজন ইন্দ্র পাল বলেন, কালীগঞ্জের পাতিবিলা গ্রাম থেকে কলা বোঝাই করে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী শাপলা পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-১১-১১১৭) ভ্যানটিকে ধাক্কা দেয়। তাতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং গুরুতর আহত হন চৈতন্য। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভ্যানচালক চৈতন্য পালের বাবা মারা গেছেন আগেই, মা অসুস্থ। স্ত্রী ও দুই সন্তান নিয়ে তাঁর পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে জানতে চাইলে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) সন্তোষ আজকের পত্রিকাকে বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

এশিয়ার সেরা সুপ্ত সম্ভাবনা বাংলাদেশের স্বাস্থ্য খাত, বিপুল বিনিয়োগের সুযোগ

ডিবিপ্রধানকে সরানোর সঙ্গে মডেল মেঘনার ঘটনার সম্পর্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকায় এসে ২০ জুলাইযোদ্ধার দৃষ্টিশক্তি ফেরালেন ব্রিটিশ চিকিৎসকেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত