যশোর প্রতিনিধি
নড়াইলের বড়দিয়ায় উদীচী শিল্পীগোষ্ঠীর দুই দিনব্যাপী উৎসবের প্রথম দিনে মঞ্চে পেট্রলবোমা হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার (১৮ মার্চ) রাতে কালিয়া উপজেলার বড়দিয়ায় শেখ ফজিলাতুন নেছা মুজিব বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় উৎসবের দ্বিতীয় দিন অর্থাৎ আজ রোববারের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
এদিকে ঘটনার প্রতিবাদে বড়দিয়া বাজারে উদীচী বড়দিয়া শাখা আজ বিকেলে বিক্ষোভ মিছিল ও গণসংগীতের আয়োজনের কথা থাকলেও প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির তা বাতিল করা হয়।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, উদীচী বড়দিয়া (নড়াইল) শাখা এ বছর দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করে। এসব আয়োজনের মধ্যে ছিল, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গণসংগীত, ঢাকা থেকে আগত শিল্পীদের নিয়ে বাউলসংগীত এবং ভারত গণনাট্য সংঘের গণসংগীত পরিবেশনা। অনুষ্ঠানের প্রথম দিন গতকাল শনিবার আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মঞ্চের পেছন দিক থেকে মঞ্চ লক্ষ্য করে একটি পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। কিন্তু সেটি গাছে লেগে নিচে পড়ে যায় এবং সেখানে আগুন ধরে যায় এবং বিকট শব্দ হয়।
পরে অনুষ্ঠান চলাকালে রাত সাড়ে ৯টার দিকে পুনরায় মঞ্চের সামনে পড়ে আগুন ধরে যায়। এরপর সাড়ে ১০টার দিকে অনুষ্ঠান শেষ হয়ে যায়। রাত ২টার দিকে আবার মঞ্চে পেট্রলবোমা নিক্ষেপ করলে মঞ্চের শামিয়ানা ও ম্যাট পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতে ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে উদীচী বড়দিয়া শাখার সাধারণ সম্পাদক প্রবীর রায় বলেন, ‘অনুষ্ঠান চলাকালে দুবার এ ঘটনা ঘটলেও আমরা অনুষ্ঠান বন্ধ করিনি, অনুষ্ঠান চালিয়ে গিয়েছি। পরে রাত ২টার দিকে পুনরায় একটি পেট্রলবোমা ছুড়লে মঞ্চের শামিয়ানা ও বসার ম্যাট পুড়ে যায় এবং তিনটি বিস্ফোরণের বিকট শব্দ হয়। এ ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ ওই স্থানে অনুষ্ঠানের অনুমতি বাতিল করে।’
জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি বি এম বরকতুল্লাহ এবং উদীচীর উপদেষ্টা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘এ ঘটনার প্রতিবাদে রোববার বিকেলে বড়দিয়া বাজারে প্রতিবাদ মিছিল ও গণসংগীতের আয়োজনের কর্মসূচি থাকলেও বৃষ্টির কারণে এটি বাতিল করা হয়েছে।’
এ বিষয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুন্ডু এবং সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু এ ঘটনার নিন্দা এবং দোষীদের খুঁজে বের করে তাদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে দু-এক দিনের মধ্যে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে বলে জানান তাঁরা।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা আজকের পত্রিকাকে বলেছেন, ‘অনুষ্ঠান চলাকালে পুলিশ ছিল। কে বা কারা প্লাস্টিকের বোতলে কেরোসিন বা পেট্রল ভরে অনুষ্ঠানে ছুড়ে মেরেছে। মঞ্চটাকে ক্ষতিগ্রস্ত করতে এটা করা হতে পারে। বিষয়টিতে পুলিশ তৎপর রয়েছে। এ পর্যন্ত কাউকে আটক করা হয়নি বা কেউ লিখিত অভিযোগ করেনি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
নড়াইলের বড়দিয়ায় উদীচী শিল্পীগোষ্ঠীর দুই দিনব্যাপী উৎসবের প্রথম দিনে মঞ্চে পেট্রলবোমা হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার (১৮ মার্চ) রাতে কালিয়া উপজেলার বড়দিয়ায় শেখ ফজিলাতুন নেছা মুজিব বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় উৎসবের দ্বিতীয় দিন অর্থাৎ আজ রোববারের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
এদিকে ঘটনার প্রতিবাদে বড়দিয়া বাজারে উদীচী বড়দিয়া শাখা আজ বিকেলে বিক্ষোভ মিছিল ও গণসংগীতের আয়োজনের কথা থাকলেও প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির তা বাতিল করা হয়।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, উদীচী বড়দিয়া (নড়াইল) শাখা এ বছর দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করে। এসব আয়োজনের মধ্যে ছিল, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গণসংগীত, ঢাকা থেকে আগত শিল্পীদের নিয়ে বাউলসংগীত এবং ভারত গণনাট্য সংঘের গণসংগীত পরিবেশনা। অনুষ্ঠানের প্রথম দিন গতকাল শনিবার আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মঞ্চের পেছন দিক থেকে মঞ্চ লক্ষ্য করে একটি পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। কিন্তু সেটি গাছে লেগে নিচে পড়ে যায় এবং সেখানে আগুন ধরে যায় এবং বিকট শব্দ হয়।
পরে অনুষ্ঠান চলাকালে রাত সাড়ে ৯টার দিকে পুনরায় মঞ্চের সামনে পড়ে আগুন ধরে যায়। এরপর সাড়ে ১০টার দিকে অনুষ্ঠান শেষ হয়ে যায়। রাত ২টার দিকে আবার মঞ্চে পেট্রলবোমা নিক্ষেপ করলে মঞ্চের শামিয়ানা ও ম্যাট পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতে ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে উদীচী বড়দিয়া শাখার সাধারণ সম্পাদক প্রবীর রায় বলেন, ‘অনুষ্ঠান চলাকালে দুবার এ ঘটনা ঘটলেও আমরা অনুষ্ঠান বন্ধ করিনি, অনুষ্ঠান চালিয়ে গিয়েছি। পরে রাত ২টার দিকে পুনরায় একটি পেট্রলবোমা ছুড়লে মঞ্চের শামিয়ানা ও বসার ম্যাট পুড়ে যায় এবং তিনটি বিস্ফোরণের বিকট শব্দ হয়। এ ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ ওই স্থানে অনুষ্ঠানের অনুমতি বাতিল করে।’
জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি বি এম বরকতুল্লাহ এবং উদীচীর উপদেষ্টা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘এ ঘটনার প্রতিবাদে রোববার বিকেলে বড়দিয়া বাজারে প্রতিবাদ মিছিল ও গণসংগীতের আয়োজনের কর্মসূচি থাকলেও বৃষ্টির কারণে এটি বাতিল করা হয়েছে।’
এ বিষয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুন্ডু এবং সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু এ ঘটনার নিন্দা এবং দোষীদের খুঁজে বের করে তাদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে দু-এক দিনের মধ্যে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে বলে জানান তাঁরা।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা আজকের পত্রিকাকে বলেছেন, ‘অনুষ্ঠান চলাকালে পুলিশ ছিল। কে বা কারা প্লাস্টিকের বোতলে কেরোসিন বা পেট্রল ভরে অনুষ্ঠানে ছুড়ে মেরেছে। মঞ্চটাকে ক্ষতিগ্রস্ত করতে এটা করা হতে পারে। বিষয়টিতে পুলিশ তৎপর রয়েছে। এ পর্যন্ত কাউকে আটক করা হয়নি বা কেউ লিখিত অভিযোগ করেনি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
কুমিল্লা নগরীতে বড় ভাইয়ের মোটরবাইক থেকে ছিটকে পড়া এক যুবক কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর টমছম ব্রিজ রামমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মু. রকিবুল ইসলাম।
৩ মিনিট আগেদুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ‘দুদকের বিরুদ্ধেও অভিযোগ আসে এবং প্রতিষ্ঠানটিরও বদনাম রয়েছে। এই বদনাম বা দুদকের কোনো কর্মকর্তার দুর্নীতি ধরিয়ে দিলে ব্যবস্থা নেওয়া হবে।’
৬ মিনিট আগেবর্তমান সংস্কার নিয়ে যাঁরা নির্বাচন বিলম্ব করছেন। আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফায় এটা অনেক আগেই অন্তর্ভুক্ত করছেন। তাই সংস্কারের নামে নাটক না করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
৯ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাটে ১১ বছর বয়সী এক শিশুকে দলবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই চুনারুঘাট থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেন। পরে তিনি গতকাল সোমবার তিনজনের নাম উল্লেখসহ চারজনের বিরুদ্ধে হবিগঞ্জ নারী ও
১৩ মিনিট আগে