বেনাপোল (যশোর) প্রতিনিধি
বেনাপোলে করোনার নতুন ধরন বিএফ.৭ সংক্রমণ রোধে ভারত থেকে আসা সন্দেহভাজন যাত্রীদের পরীক্ষা করা হলেও সুরক্ষা ব্যবস্থা ঢিলেঢালা। ট্রাকে জীবাণুনাশক স্প্রে না করায় এবং মাস্ক ছাড়া ভারতীয় ট্রাকচালকেরা বন্দরে প্রবেশ করায় সংক্রমণের ঝুঁকি থেকে যাচ্ছে।
নতুন এই ভাইরাস নিয়ে ২৫ ডিসেম্বর নতুন নির্দেশনা পাওয়ার পর বেনাপোলে এ পর্যন্ত ১২৭ জনের শরীরের নমুনা পরীক্ষা করে একজনের করোনা শনাক্ত হয়েছে। তাঁকে যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটে রাখা হয়েছে। তবে তিনি বিএফ.৭ আক্রান্ত নন।
তবে ভারতফেরত রহিম নামের এক পর্যটক আজকের পত্রিকাকে বলেন, ইমিগ্রেশনে পরিপূর্ণ সতর্কতা দেখা যায়নি। অনেকেই মাস্ক ছাড়া চলাফেরা করছেন।
ভারতীয় ট্রাকচালক অনিমেষ আমদানি পণ্য নিয়ে এসেছেন বেনাপোল বন্দরে। মাস্ক ছাড়া তিনি বন্দরে চলাফেরা করছেন। কেউ তাঁকে মাস্ক পরতে বলেননি। করোনার নতুন ধরন বিএফ.৭ নিয়েও তিনি কিছু জানেন না। বেনাপোল বন্দরের অন্য শ্রমিকদের অবস্থাও তাঁর ব্যতিক্রম নয়।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘করোনা সংক্রমণে আমাদের বড় ক্ষতি হয়েছে। তিন মাস বন্ধ ছিল আমদানি-রপ্তানি। এবার যাতে ওই পরিস্থিতির মুখোমুখি না হতে হয়, সে জন্য আগে থেকেই সরকারের সব নির্দেশনা মানা দরকার। তবে এখনো বন্দরে বাণিজ্যিক ক্ষেত্রে নেওয়া হয়নি প্রতিরোধ ব্যবস্থা।’
বেনাপোল বন্দরের উপপরিচালক আব্দুল জলিল জানান, সরকারের নির্দেশনা তাঁরা পেয়েছেন। সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা হয়েছে। খুব দ্রুত সব কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মজিদ জানান, ভারত থেকে ফেরা এ পর্যন্ত সন্দেহভাজন ১৩০ জনের র্যাপিড অ্যান্টিজেন নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে নতুন ধরন বিএফ.৭ আক্রান্ত কাউকে পাওয়া যায়নি।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আগে বন্দরে ভারতীয় ট্রাকচালকদের স্বাস্থ্য পরীক্ষা করা হলেও এ বছর এখনো শুরু করা হয়নি।’
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হন ৩১ জন। মোট শনাক্ত ২০ লাখ ৩৭ হাজার ১৮৭ জন। করোনায় দেশে মোট মারা গেছেন ২৯ হাজার ৪৪০ জন।
বেনাপোলে করোনার নতুন ধরন বিএফ.৭ সংক্রমণ রোধে ভারত থেকে আসা সন্দেহভাজন যাত্রীদের পরীক্ষা করা হলেও সুরক্ষা ব্যবস্থা ঢিলেঢালা। ট্রাকে জীবাণুনাশক স্প্রে না করায় এবং মাস্ক ছাড়া ভারতীয় ট্রাকচালকেরা বন্দরে প্রবেশ করায় সংক্রমণের ঝুঁকি থেকে যাচ্ছে।
নতুন এই ভাইরাস নিয়ে ২৫ ডিসেম্বর নতুন নির্দেশনা পাওয়ার পর বেনাপোলে এ পর্যন্ত ১২৭ জনের শরীরের নমুনা পরীক্ষা করে একজনের করোনা শনাক্ত হয়েছে। তাঁকে যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটে রাখা হয়েছে। তবে তিনি বিএফ.৭ আক্রান্ত নন।
তবে ভারতফেরত রহিম নামের এক পর্যটক আজকের পত্রিকাকে বলেন, ইমিগ্রেশনে পরিপূর্ণ সতর্কতা দেখা যায়নি। অনেকেই মাস্ক ছাড়া চলাফেরা করছেন।
ভারতীয় ট্রাকচালক অনিমেষ আমদানি পণ্য নিয়ে এসেছেন বেনাপোল বন্দরে। মাস্ক ছাড়া তিনি বন্দরে চলাফেরা করছেন। কেউ তাঁকে মাস্ক পরতে বলেননি। করোনার নতুন ধরন বিএফ.৭ নিয়েও তিনি কিছু জানেন না। বেনাপোল বন্দরের অন্য শ্রমিকদের অবস্থাও তাঁর ব্যতিক্রম নয়।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘করোনা সংক্রমণে আমাদের বড় ক্ষতি হয়েছে। তিন মাস বন্ধ ছিল আমদানি-রপ্তানি। এবার যাতে ওই পরিস্থিতির মুখোমুখি না হতে হয়, সে জন্য আগে থেকেই সরকারের সব নির্দেশনা মানা দরকার। তবে এখনো বন্দরে বাণিজ্যিক ক্ষেত্রে নেওয়া হয়নি প্রতিরোধ ব্যবস্থা।’
বেনাপোল বন্দরের উপপরিচালক আব্দুল জলিল জানান, সরকারের নির্দেশনা তাঁরা পেয়েছেন। সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা হয়েছে। খুব দ্রুত সব কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মজিদ জানান, ভারত থেকে ফেরা এ পর্যন্ত সন্দেহভাজন ১৩০ জনের র্যাপিড অ্যান্টিজেন নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে নতুন ধরন বিএফ.৭ আক্রান্ত কাউকে পাওয়া যায়নি।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আগে বন্দরে ভারতীয় ট্রাকচালকদের স্বাস্থ্য পরীক্ষা করা হলেও এ বছর এখনো শুরু করা হয়নি।’
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হন ৩১ জন। মোট শনাক্ত ২০ লাখ ৩৭ হাজার ১৮৭ জন। করোনায় দেশে মোট মারা গেছেন ২৯ হাজার ৪৪০ জন।
রাজবাড়ীর বালিয়াকান্দির জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রণয় সরকার (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের পরিতোষ সরকারের ছেলে।
১৭ মিনিট আগেনোয়াখালীর হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ ধরায় ছয়টি ট্রলারের ৯৩ জেলেকে আটক করা হয়েছে। কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়। এ সময় ৬১৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
৩২ মিনিট আগেআওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের সোয়া ঘণ্টা পর রাজধানীর উত্তরার সড়ক থেকে সরে গেছে আন্দোলনকারীরা। আজ শুক্রবার (৯ মে) বিকেল ৫টা ৫০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিট পর্যন্ত উত্তরা বিএনএস সেন্টার থেকে আজমপুর পর্যন্ত সড়কে অবস্থান নেয় তারা।
৩৬ মিনিট আগেবাগেরহাটের শরণখোলায় লোকালয়ে উদ্ধার করা হরিণ আজ শুক্রবার দুপুরে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। আজ সকালে উপজেলার বকুলতলা গ্রামের একটি বাগান থেকে হরিণটি উদ্ধার করেন সিপিজি ও ওয়াইল্ড টিমের সদস্যরা।
৩৮ মিনিট আগে