Ajker Patrika

জ্বালানি সাশ্রয়ে ইবিতে সপ্তাহে এক দিন অনলাইনে ক্লাস

ইবি প্রতিনিধি
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৮: ০২
জ্বালানি সাশ্রয়ে ইবিতে সপ্তাহে এক দিন অনলাইনে ক্লাস

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রতি সপ্তাহে এক দিন অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী সপ্তাহ থেকে প্রতি সোমবার এ ক্লাস নেওয়া হবে। 

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ-সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৈশ্বিক পরিস্থিতির কারণে সরকারি নির্দেশনা মোতাবেক উন্নয়ন প্রকল্পের ব্যয়, রেভিনিউ খাতের ব্যয় সাশ্রয়, জ্বালানি ও বিদ্যুৎ খাতের ব্যয় ২৫% সাশ্রয় করা আবশ্যক। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী সবার মতামত গ্রহণ করা হয়েছে এবং সহমত পোষণ করেছেন। এ অবস্থায় প্রতি সপ্তাহে সোমবার অনলাইনে ক্লাস পরিচালনার জন্য সব শিক্ষকদের অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষা সোমবারে হবে না। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো যথারীতি চলবে। 

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তাঁরা জানান, এমনিতেই সপ্তাহে দুই দিন (বৃহস্পতিবার ও শুক্রবার) ক্যাম্পাস বন্ধ থাকে। এখন তো তিন দিন বন্ধ হয়ে গেল। করোনার পর সব বিভাগ কমবেশি সেশনজটে পড়েছে। এখন আবার অনলাইন ক্লাস। এতে সেশনজটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, বর্তমান পরিস্থিতির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন ডিন ও বিভাগের সভাপতিসহ সংশ্লিষ্ট সব দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত