Ajker Patrika

নড়াইলে কলেজশিক্ষক লাঞ্ছিতের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি
নড়াইলে কলেজশিক্ষক লাঞ্ছিতের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নড়াইলে মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমারকে জুতোর মালা পরানোর ঘটনায় নূর নবী (৩৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে যশোর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত গোবরা কারিগর পাড়ার ফয়েজ চৌকিদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান।

শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় গত ২৭ জুন দুপুরে মির্জাপুর ফাঁড়ির পরিদর্শক (এসআই) মোরসালিন বাদী হয়ে সদর থানায় একটা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয়ে ১৭০ থেকে ১৮০ জনকে আসামি করা হয়। এ নিয়ে মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওসি মাহামুদুর রহমান জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র রাহুল দেব রায় নিজ ফেসবুকে নুপুর শর্মার ছবি ব্যবহার করে একটি পোস্ট দেয়। এ নিয়ে ১৮ জুন স্থানীয় ও শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা শিক্ষকদের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ছোড়ে। একপর্যায়ে পুলিশ ও কর্মকর্তাদের সামনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অভিযুক্ত ছাত্রকে জুতার মালা পরিয়ে পুলিশের গাড়িতে ওঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত