Ajker Patrika

মোংলায় পাঠ্যপুস্তকের ভুল সংশোধনের দাবিতে মানববন্ধন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
মোংলায় পাঠ্যপুস্তকের ভুল সংশোধনের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোংলায় পাঠ্যপুস্তকের ভুল সংশোধনের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম আনোয়ারুল কুদ্দুসের কাছে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা। কর্মসূচিতে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।

এ সময় বক্তারা বলেন, ‘শিক্ষকেরা হচ্ছেন জাতির বিবেক। কিন্তু শিক্ষাক্রম প্রণয়নে জাতির বিবেকেরা যখন চৌর্যবৃত্তির আশ্রয় নেন তখন তা জাতির জন্য লজ্জার। ভবিষ্যৎ প্রজন্মের স্বকীয়তা নষ্ট করার ষড়যন্ত্র নিয়ে শিক্ষা সিলেবাসে আমূল পরিবর্তন আনা হয়েছে।’

তাঁরা আরও বলেন, ‘দেশীয় বোধ-বিশ্বাস বিরোধী সেক্যুলার শিক্ষাক্রম দেশের সর্বস্তরের শিক্ষার্থী অভিভাবক, বুদ্ধিজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও তদন্ত করে ভুল পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের শাস্তি দিতে হবে। অন্যথায় দেশব্যাপী সর্বস্তরের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।’

মানববন্ধনে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মোংলা শাখা সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ ইকবাল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র বাগেরহাট জেলা শাখার সহসভাপতি আব্দুল আজিজ নোমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র মোংলা থানা সভাপতি এম নোমান হোসাইন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত