মনিরামপুর ও যশোর প্রতিনিধি
দুই যুবককে আটক করে থানায় নিয়ে পিটিয়ে একজনের হাত ভেঙে দিয়েছে যশোরের মনিরামপুর থানার পুলিশ। পরে ওই যুবককে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আটক যুবকদের পরিবারের দাবি, সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে। তবে পুলিশ বলছে, সরকারি সম্পদ নষ্টের অভিযোগে থানায় মামলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া দুই যুবক হলেন উপজেলার গোপালপুর গ্রামের বেলালুর রহমান (২৮) ও মাছনা গ্রামের ইকবাল হোসেন। এর মধ্যে বেলালুর রহমানের বাঁ হাত ভেঙে গেছে।
এ বিষয়ে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার অনুপ বসু আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (বৃহস্পতিবার) দুপুর ১টার দিকে বেলালুরকে হাসপাতালে আনে পুলিশ। রোগীর বাঁ হাত ফোলা ছিল। আমরা হাতের এক্স-রে করাতে বলেছি। প্রাথমিক চিকিৎসা হিসেবে হাত ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে।’
অন্যদিকে আটক দুই যুবককে মারধরের খবর ছড়িয়ে পড়লে আজ শুক্রবার দুপুরে তাঁদের স্বজনসহ শতাধিক ক্ষুব্ধ লোক থানা চত্বরে অবস্থান নেন। পরে পুলিশের বাধার মুখে তাঁরা থানার ফটকে অবস্থান নেন।
আটক দুই যুবকের পরিবারের দাবি, মিথ্যা অভিযোগে সন্দেহের বশে পুলিশ তাঁদের ধরে নিয়ে নির্যাতন করেছে। শুক্রবার বেলা ১১টার দিকে থানার পরিদর্শক (তদন্ত) পলাশ কুমারের কক্ষে ঢুকিয়ে দরজা আটকে বেলালুরকে মারধর করা হয়েছে। পলাশ কুমার নিজে ওকে পিটিয়েছেন। এতে বেলালুরের বাঁ হাত ভেঙে গেছে।
অভিযোগের বিষয়ে মন্তব্য নিতে একাধিকবার পরিদর্শক (তদন্ত) পলাশ কুমারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
আটক বেলালুরের ছোট ভাই বোরহানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার রাত ২টার দিকে আমার ভাইকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে পুলিশ। কেন নিচ্ছে, জানতে চাইলে আমাকেও ধরে আনার হুমকি দেয় তারা।’
তিনি আরও বলেন, ‘আজ (শুক্রবার) সকালে থানায় গিয়ে ভাইকে ছাড়াতে পারিনি। দুপুরে শুনি ভাইকে মেরে হাত ভেঙে দিয়েছে। তাকে মনিরামপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ওর বাঁ পায়েও অনেক আঘাতের চিহ্ন রয়েছে।’
বোরহানুর রহমান বলেন, ‘আমার ভাই ঢাকায় লেখাপড়া করার সময় ছাত্রলীগ করতেন। তিন-চার বছর হবে লেখাপড়া শেষ করে তিনি এলাকায় এসেছেন। গত ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে ভাই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছিলেন। কে বা কারা স্বপন ভট্টাচার্যের ছবিতে কালি লেপে দিয়েছে। পুলিশ এখন আমার ভাইকে সন্দেহ করে ধরে এনে নির্যাতন করেছে।’
আহত বেলালুরের বাবা নূর আলী আজকের পত্রিকাকে বলেন, ‘গোপালপুর বাজারের ঘুঘুদা সড়কে বারের ওপরে দুই পাশে স্বপন ভট্টাচার্যের ছবি সাঁটা আছে। ঈদের আগের দিন রাতে সেই ছবিতে কালি দেওয়ার অভিযোগে সন্দেহমূলকভাবে আমার ছেলেকে ধরে নিয়ে আসে পুলিশ। আমরা আজ সকাল থেকে থানায় ছিলাম। দুপুরে জুমার নামাজের সময় আমরা নামাজে গেলে ওরে খুব মারপিট করেছে পুলিশ।’
গ্রেপ্তার হওয়া অপর যুবক ইকবাল হোসেনের বাবা তরিকুল গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মাছনা ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমার ছেলে কোনো রাজনীতি করে না। সাতনল বাজারে ওর চায়ের দোকান আছে। সেখান থেকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওরে অন্যায়ভাবে ধরে এনে মারধর করেছে পুলিশ।’
এ বিষয়ে খানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘স্বপন ভট্টাচার্যের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগে সন্দেহ করে পুলিশ বেলাল ও ইকবালকে ধরে এনেছে। থানায় এনে পুলিশ ওদের মারধর করেছে। এতে বেলালুরের একটি হাত ভেঙে গেছে।’
এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘মারধরের অভিযোগ সত্য নয়। আটক দুই যুবকের বিরুদ্ধে সরকারি সম্পদ নষ্টের অভিযোগে মামলা হয়েছে।’
দুই যুবককে আটক করে থানায় নিয়ে পিটিয়ে একজনের হাত ভেঙে দিয়েছে যশোরের মনিরামপুর থানার পুলিশ। পরে ওই যুবককে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আটক যুবকদের পরিবারের দাবি, সাবেক সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে। তবে পুলিশ বলছে, সরকারি সম্পদ নষ্টের অভিযোগে থানায় মামলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া দুই যুবক হলেন উপজেলার গোপালপুর গ্রামের বেলালুর রহমান (২৮) ও মাছনা গ্রামের ইকবাল হোসেন। এর মধ্যে বেলালুর রহমানের বাঁ হাত ভেঙে গেছে।
এ বিষয়ে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার অনুপ বসু আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (বৃহস্পতিবার) দুপুর ১টার দিকে বেলালুরকে হাসপাতালে আনে পুলিশ। রোগীর বাঁ হাত ফোলা ছিল। আমরা হাতের এক্স-রে করাতে বলেছি। প্রাথমিক চিকিৎসা হিসেবে হাত ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে।’
অন্যদিকে আটক দুই যুবককে মারধরের খবর ছড়িয়ে পড়লে আজ শুক্রবার দুপুরে তাঁদের স্বজনসহ শতাধিক ক্ষুব্ধ লোক থানা চত্বরে অবস্থান নেন। পরে পুলিশের বাধার মুখে তাঁরা থানার ফটকে অবস্থান নেন।
আটক দুই যুবকের পরিবারের দাবি, মিথ্যা অভিযোগে সন্দেহের বশে পুলিশ তাঁদের ধরে নিয়ে নির্যাতন করেছে। শুক্রবার বেলা ১১টার দিকে থানার পরিদর্শক (তদন্ত) পলাশ কুমারের কক্ষে ঢুকিয়ে দরজা আটকে বেলালুরকে মারধর করা হয়েছে। পলাশ কুমার নিজে ওকে পিটিয়েছেন। এতে বেলালুরের বাঁ হাত ভেঙে গেছে।
অভিযোগের বিষয়ে মন্তব্য নিতে একাধিকবার পরিদর্শক (তদন্ত) পলাশ কুমারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
আটক বেলালুরের ছোট ভাই বোরহানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার রাত ২টার দিকে আমার ভাইকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে পুলিশ। কেন নিচ্ছে, জানতে চাইলে আমাকেও ধরে আনার হুমকি দেয় তারা।’
তিনি আরও বলেন, ‘আজ (শুক্রবার) সকালে থানায় গিয়ে ভাইকে ছাড়াতে পারিনি। দুপুরে শুনি ভাইকে মেরে হাত ভেঙে দিয়েছে। তাকে মনিরামপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ওর বাঁ পায়েও অনেক আঘাতের চিহ্ন রয়েছে।’
বোরহানুর রহমান বলেন, ‘আমার ভাই ঢাকায় লেখাপড়া করার সময় ছাত্রলীগ করতেন। তিন-চার বছর হবে লেখাপড়া শেষ করে তিনি এলাকায় এসেছেন। গত ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে ভাই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছিলেন। কে বা কারা স্বপন ভট্টাচার্যের ছবিতে কালি লেপে দিয়েছে। পুলিশ এখন আমার ভাইকে সন্দেহ করে ধরে এনে নির্যাতন করেছে।’
আহত বেলালুরের বাবা নূর আলী আজকের পত্রিকাকে বলেন, ‘গোপালপুর বাজারের ঘুঘুদা সড়কে বারের ওপরে দুই পাশে স্বপন ভট্টাচার্যের ছবি সাঁটা আছে। ঈদের আগের দিন রাতে সেই ছবিতে কালি দেওয়ার অভিযোগে সন্দেহমূলকভাবে আমার ছেলেকে ধরে নিয়ে আসে পুলিশ। আমরা আজ সকাল থেকে থানায় ছিলাম। দুপুরে জুমার নামাজের সময় আমরা নামাজে গেলে ওরে খুব মারপিট করেছে পুলিশ।’
গ্রেপ্তার হওয়া অপর যুবক ইকবাল হোসেনের বাবা তরিকুল গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মাছনা ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমার ছেলে কোনো রাজনীতি করে না। সাতনল বাজারে ওর চায়ের দোকান আছে। সেখান থেকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওরে অন্যায়ভাবে ধরে এনে মারধর করেছে পুলিশ।’
এ বিষয়ে খানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘স্বপন ভট্টাচার্যের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগে সন্দেহ করে পুলিশ বেলাল ও ইকবালকে ধরে এনেছে। থানায় এনে পুলিশ ওদের মারধর করেছে। এতে বেলালুরের একটি হাত ভেঙে গেছে।’
এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘মারধরের অভিযোগ সত্য নয়। আটক দুই যুবকের বিরুদ্ধে সরকারি সম্পদ নষ্টের অভিযোগে মামলা হয়েছে।’
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় লবণের মাঠ দখল ও পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে গুলিবিদ্ধসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল নতুন বাজার এলাকায় স্থানীয় জাফর ও কবির গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ
১৬ মিনিট আগেখুলনার প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা কমান্ডার এম এম মজিবর রহমানকে (৭০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার বিকেলে নগরীর ময়লাপোতা মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২০ মিনিট আগেকুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার সকালে শহরের নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
২৪ মিনিট আগেমুন্সিগঞ্জে অটোরিকশা ছিনতাইকালে যুবদলের এক নেতা পুলিশের হাতে আটক হয়েছেন। আজ মঙ্গলবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আটক সম্রাট ওরফে বাবু মিজি (৩৬) সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।
৪৪ মিনিট আগে