Ajker Patrika

সাতক্ষীরায় বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০৮ জুন ২০২৪, ১৫: ৫৪
সাতক্ষীরায় বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুতায়িত হয়ে তৈয়েব আলী (৩৪) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভেটখালী দক্ষিণপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত তৈয়ব আলী শ্যামনগর উপজেলার কালিঞ্চ গ্রামের আব্দুল আজিজের ছেলে। 

নিহতের বাবা আব্দুল আজিজ জানান, অন্য নির্মাণশ্রমিকদের সঙ্গে ভেটখালী গ্রামের ক্ষিতিশ চন্দ্র বৈদ্যর বাড়িতে ছাদ নির্মাণের কাজ করছিলেন তৈয়েব। একপর্যায়ে ঢালাইয়ের প্রস্তুতি হিসেবে সেখানে লোহার রড বিছানোর সময় অসতর্কতাবশত পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের ওপর একটি রড পড়ে যায়। এ সময় তৈয়েব বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলে মারা যান। 

আব্দুল আজিজ বলেন, ‘দুর্ঘটনাবশত ছেলের মৃত্যু হওয়ায় মৃতদেহ দাফনের জন্য বাড়িতে নিয়ে এসেছেন। বিদ্যুতের মেইন লাইন বসতবাড়ির এত কাছাকাছি না হলে ছেলের মৃত্যু হয়তো এভাবে হতো না।’ 

রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন বলেন, দুর্ঘটনাস্থলে বসতবাড়ি আর বিদ্যুৎ লাইন পাশাপাশি। যে কারণে ছাদে রড বিছানোর সময় একটি রড বিদ্যুতের লাইনের ওপরে পড়লে তৈয়েব দুর্ঘটনার শিকার হয়। পরিবারের সদস্যরা মৃতদেহ বাড়িতে নিয়েছে। 

শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আাজাদ বলেন, নিহতের পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

স্থানীয়রা জানান, কয়েক মাস আগে একই ধরনের পৃথক দুটি ঘটনায় আনিছুর ও শোকর আলী নামের আরও দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়। তাঁদের অভিযোগ অপরিকল্পিতভাবে বিদ্যুতের মেইন লাইন বসতবাড়ির পাশ দিয়ে যাওয়ার কারণে এমন দুর্ঘটনা ঘটছে। 

এদিকে পল্লী বিদ্যুতের শ্যামনগর অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার সনজিৎ কুমার বলেন, বিদ্যুৎ লাইনের পাশ ঘেঁষে বাড়ি নির্মাণের ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত