শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুতায়িত হয়ে তৈয়েব আলী (৩৪) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভেটখালী দক্ষিণপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।
নিহত তৈয়ব আলী শ্যামনগর উপজেলার কালিঞ্চ গ্রামের আব্দুল আজিজের ছেলে।
নিহতের বাবা আব্দুল আজিজ জানান, অন্য নির্মাণশ্রমিকদের সঙ্গে ভেটখালী গ্রামের ক্ষিতিশ চন্দ্র বৈদ্যর বাড়িতে ছাদ নির্মাণের কাজ করছিলেন তৈয়েব। একপর্যায়ে ঢালাইয়ের প্রস্তুতি হিসেবে সেখানে লোহার রড বিছানোর সময় অসতর্কতাবশত পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের ওপর একটি রড পড়ে যায়। এ সময় তৈয়েব বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলে মারা যান।
আব্দুল আজিজ বলেন, ‘দুর্ঘটনাবশত ছেলের মৃত্যু হওয়ায় মৃতদেহ দাফনের জন্য বাড়িতে নিয়ে এসেছেন। বিদ্যুতের মেইন লাইন বসতবাড়ির এত কাছাকাছি না হলে ছেলের মৃত্যু হয়তো এভাবে হতো না।’
রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন বলেন, দুর্ঘটনাস্থলে বসতবাড়ি আর বিদ্যুৎ লাইন পাশাপাশি। যে কারণে ছাদে রড বিছানোর সময় একটি রড বিদ্যুতের লাইনের ওপরে পড়লে তৈয়েব দুর্ঘটনার শিকার হয়। পরিবারের সদস্যরা মৃতদেহ বাড়িতে নিয়েছে।
শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আাজাদ বলেন, নিহতের পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, কয়েক মাস আগে একই ধরনের পৃথক দুটি ঘটনায় আনিছুর ও শোকর আলী নামের আরও দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়। তাঁদের অভিযোগ অপরিকল্পিতভাবে বিদ্যুতের মেইন লাইন বসতবাড়ির পাশ দিয়ে যাওয়ার কারণে এমন দুর্ঘটনা ঘটছে।
এদিকে পল্লী বিদ্যুতের শ্যামনগর অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার সনজিৎ কুমার বলেন, বিদ্যুৎ লাইনের পাশ ঘেঁষে বাড়ি নির্মাণের ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে।
সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুতায়িত হয়ে তৈয়েব আলী (৩৪) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভেটখালী দক্ষিণপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।
নিহত তৈয়ব আলী শ্যামনগর উপজেলার কালিঞ্চ গ্রামের আব্দুল আজিজের ছেলে।
নিহতের বাবা আব্দুল আজিজ জানান, অন্য নির্মাণশ্রমিকদের সঙ্গে ভেটখালী গ্রামের ক্ষিতিশ চন্দ্র বৈদ্যর বাড়িতে ছাদ নির্মাণের কাজ করছিলেন তৈয়েব। একপর্যায়ে ঢালাইয়ের প্রস্তুতি হিসেবে সেখানে লোহার রড বিছানোর সময় অসতর্কতাবশত পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের ওপর একটি রড পড়ে যায়। এ সময় তৈয়েব বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলে মারা যান।
আব্দুল আজিজ বলেন, ‘দুর্ঘটনাবশত ছেলের মৃত্যু হওয়ায় মৃতদেহ দাফনের জন্য বাড়িতে নিয়ে এসেছেন। বিদ্যুতের মেইন লাইন বসতবাড়ির এত কাছাকাছি না হলে ছেলের মৃত্যু হয়তো এভাবে হতো না।’
রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন বলেন, দুর্ঘটনাস্থলে বসতবাড়ি আর বিদ্যুৎ লাইন পাশাপাশি। যে কারণে ছাদে রড বিছানোর সময় একটি রড বিদ্যুতের লাইনের ওপরে পড়লে তৈয়েব দুর্ঘটনার শিকার হয়। পরিবারের সদস্যরা মৃতদেহ বাড়িতে নিয়েছে।
শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আাজাদ বলেন, নিহতের পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, কয়েক মাস আগে একই ধরনের পৃথক দুটি ঘটনায় আনিছুর ও শোকর আলী নামের আরও দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়। তাঁদের অভিযোগ অপরিকল্পিতভাবে বিদ্যুতের মেইন লাইন বসতবাড়ির পাশ দিয়ে যাওয়ার কারণে এমন দুর্ঘটনা ঘটছে।
এদিকে পল্লী বিদ্যুতের শ্যামনগর অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার সনজিৎ কুমার বলেন, বিদ্যুৎ লাইনের পাশ ঘেঁষে বাড়ি নির্মাণের ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে।
কুমিল্লা নগরীতে বড় ভাইয়ের মোটরবাইক থেকে ছিটকে পড়া এক যুবক কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর টমছম ব্রিজ রামমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মু. রকিবুল ইসলাম।
৬ মিনিট আগেদুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ‘দুদকের বিরুদ্ধেও অভিযোগ আসে এবং প্রতিষ্ঠানটিরও বদনাম রয়েছে। এই বদনাম বা দুদকের কোনো কর্মকর্তার দুর্নীতি ধরিয়ে দিলে ব্যবস্থা নেওয়া হবে।’
৮ মিনিট আগেবর্তমান সংস্কার নিয়ে যাঁরা নির্বাচন বিলম্ব করছেন। আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফায় এটা অনেক আগেই অন্তর্ভুক্ত করছেন। তাই সংস্কারের নামে নাটক না করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
১১ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাটে ১১ বছর বয়সী এক শিশুকে দলবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই চুনারুঘাট থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেন। পরে তিনি গতকাল সোমবার তিনজনের নাম উল্লেখসহ চারজনের বিরুদ্ধে হবিগঞ্জ নারী ও
১৬ মিনিট আগে