Ajker Patrika

খুলনায় কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে দুজন দগ্ধ

খুলনা প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খুলনায় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে গ্যারেজ মালিক এবং কর্মচারী দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার নগরীর সোনাডাঙ্গা থানাধীন ট্রাকস্ট্যান্ড কাঁচাবাজার এলাকার সুমন মোটরস গ্যারেজে এ ঘটনা ঘটে। আহত দুজনকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকার শুকুর আলীর ছেলে সুমন এবং গল্লামারী দরগা রোড এলাকার জনৈক মো. ওহিদুল মোল্লার ছেলে হৃদয়।

জানতে চাইলে সোনাডাঙ্গা মডেল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আজ বেলা পৌনে ২টার দিকে গ্যারেজের সামনে ফাঁকা কেমিক্যাল ড্রামের মুখ গ্যাস কাটারের মাধ্যমে খুলতে থাকেন তারা দুজনে। এ সময়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ড্রাম ফেটে যায়। শব্দ পেয়ে এলাকার মানুষ এদিক সেদিকে ছোটাছুটি করতে থাকে। এ সময়ে গ্যারেজের মালিক সুমন এবং তার কর্মচারী হৃদয় গুরুতর আহত হন। বিস্ফোরণে তাঁদের হাঁটুর নিচে অংশ দগ্ধ হয়। দুপুরে তাঁদের উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত