Ajker Patrika

ঈদের দিন নানাবাড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১৮: ৫১
ঈদের দিন নানাবাড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

যশোরের মনিরামপুরে পুকুরে ডুবে মাহমুদুল্লাহ নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঝাঁপা মিস্ত্রিপাড়ায় শিশুটির নানাবাড়িতে এ ঘটনা ঘটে। মাহমুদুল্লাহ একই উপজেলার শাহাপুর গ্রামের হাসান আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই বছর আগে শিশুটির জন্মের পরপরই ওর বাবা মারা যান। সেই থেকে মা মুনিয়া খাতুনের সঙ্গে বাবার ভিটায় শাহাপুরে থাকত মাহমুদুল্লাহ। কয়েক দিন আগে ঈদ উপলক্ষে মায়ের সঙ্গে ঝাঁপা গ্রামে নানা আব্দুল মান্নান খাঁর বাড়িতে বেড়াতে আসে মাহমুদুল্লাহ। 

আজ দুপুরে মা মুনিয়া ছেলেকে খেলতে দিয়ে বাবার বাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর ছেলেকে বাড়ির উঠানে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন তিনি। একপর্যায়ে শিশুটির খালা মিম খাতুন তাকে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখে চিৎকার করে ওঠে। 

পুলিশ আরও জানায়, চিৎকার শুনে মা মুনিয়া খাতুন পুকুরে নেমে ছেলেকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতালের চিকিৎসক শিশু মাহমুদুল্লাহকে মৃত ঘোষণা করেন। 

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, ‘পানিতে পড়া শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আমরা পুলিশকে জানানোর আগেই স্বজনেরা শিশুর লাশ বাড়িতে নিয়ে গেছে।’ 

ঝাঁপা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সঞ্জিত কুমার পুকুরে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ বছর বয়সেই ব্যবসায় বাজিমাত, দুই বছরে বিক্রি আড়াই কোটির বেশি

নিহতের ফোনের ভিডিওতে মিলল ৫ আগস্ট যাত্রাবাড়ীতে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র: বিবিসির অনুসন্ধান

ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী

জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনা, ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে জানাল বিবিসি

চীন-পাকিস্তান-বাংলাদেশের স্বার্থ মিলে গেলে ভারতের নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে: জেনারেল অনিল চৌহান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত