Ajker Patrika

লোহাগড়ায় সিরাজুল হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
Thumbnail image

নড়াইলের লোহাগড়ায় সিরাজুল ইসলামকে (৫৫) হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে আটক করার পর মামলা হলে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার দুজন হলেন উপজেলার রায়গ্রামের মৃত গফ্ফার মোল্যার দুই ছেলে শান্ত (২২) ও সবুজ (৩০)। আজ বৃহস্পতিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন।

গত বুধবার রাতে নিহতের স্ত্রী শিল্পী বেগম (৫১) বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন। এতে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনকে আসামি করা হয়।
এর আগে গত সোমবার রাতে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রামের সিরাজুল ইসলামকে রড ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

নিহতের স্ত্রী বলেন, ‘আমার স্বামীকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে আসামিরা। হত্যার পর আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছে। আমার স্বামীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানাই।’

এ বিষয়ে জানতে চাইলে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, সিরাজুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনায় তাঁর স্ত্রী মামলা করেছেন। এ ঘটনায় আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত