Ajker Patrika

বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ভোটের হার বেশি

সৌগত বসু, খুলনা থেকে
আপডেট : ১২ জুন ২০২৩, ১৫: ৩৭
Thumbnail image

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মূল শহরের বাইরে ভোট বেশি পড়েছে। বিশেষ করে দৌলতপুর ও খালিশপুরে কেন্দ্রগুলোতে বেলা ২টা পর্যন্ত ভোটের হার প্রায় ৩৫-৪০ শতাংশের মতো। আজ সোমবার সকাল ৮টা থেকে কেসিসি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। শহরের কেন্দ্রগুলোতে সকালের দিকে ভোটার উপস্থিতি ছিল কম। মধ্যবয়স্ক ভোটারের সংখ্যা ছিল বেশি। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটের কারণে ধীর গতির অভিযোগ পাওয়া গেছে বিভিন্ন কেন্দ্র থেকে।

কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তারা জানান, অনেকেই ভোট দিতে জানেন না। প্রথম ইভিএমে ভোট দিয়েছেন। তাই ধীর গতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা কীভাবে ভোট দিতে হবে সেটা কেন্দ্রে গিয়ে বোঝার জন্য সময় ব্যয় করছেন। এতে লাইন দীর্ঘ হয়েছে আর অপেক্ষাও বেড়েছে।

তবে দৌলতপুর ও খালিশপুরে ধীর গতি থাকলেও ভোটার সংখ্যা ছিল অনেক বেশি। নারী ভোটার এই দুই অঞ্চলে অনেক বেশি ছিল।

রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানিয়েছেন, বেলা ২টা পর্যন্ত ৩৫ শতাংশের মতো ভোট পড়েছে। আশা করা যাচ্ছে বিকেল ৪টা পর্যন্ত এই হার বাড়বে।

সকালের দিকে কেন্দ্রগুলো ফাঁকা থাকলেও বেলা ১১টার পর থেকে ভিড় বাড়তে থাকে। ১টা পর্যন্ত ভোটারের উপস্থিতি বেশি ছিল কেন্দ্রগুলোতে। তবে দুপুরের পর আবহাওয়া পরিস্থিতির অবনতি ঘটে। অনেক জায়গায় মেঘ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। এ সময় ভোটার হার একটু কমে যায়। ধারণা করা হচ্ছে শেষ সময়ে এই সংখ্যা বাড়তে পারে।

দৌলতপুরের মধ্যগ্রাম বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৫০০ ভোটারের মধ্যে বেলা ২টা পর্যন্ত ভোট পড়েছে ৭০০টি। এ ছাড়া খালিশপুরে স্যাটেলাইট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৫০৯ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৬০০টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত