সৌগত বসু, খুলনা থেকে
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আবদুল খালেক বাৎসরিক আয়ে ও দায়-দেনাতে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। আজ বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
সংবাদ সম্মেলনে সুজন জানায়, বছরে সর্বোচ্চ ৯০ লাখ ১২ হাজার ৮০০ টাকা আয় করেন জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম। আর দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ লাখ ২০ হাজার ৮৭০ টাকা আয় করেন আওয়ামী লীগের প্রার্থী আবদুল খালেক। এই দুজন প্রার্থীর দেনার পরিমাণ ৪০ শতাংশ। এর মধ্যে শফিকুল ইসলামের দেনার পরিমাণ ৫২ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকা। আর আবদুল খালেকের দায়-দেনার পরিমাণ ১ কোটি ৩৪ লাখ ৩০ হাজার ৭৭০ টাকা।
খুলনা সিটি করপোরেশনের পাঁচজন মেয়র প্রার্থীর মধ্যে একজনের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, দুজনের স্নাতক এবং দুজনের শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে।
স্নাতকোত্তর সম্পন্ন করা মেয়র প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আ. আউয়াল, স্নাতক সম্পন্ন করা দুজন মেয়র প্রার্থী হলেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক ও জাকের পাটির প্রার্থী এস এম সাব্বির হোসেন। জাতীয় পার্টির প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু ও স্বতন্ত্র প্রার্থী এস এম শফিকুর রহমান শিক্ষাগত যোগ্যতার ঘরে উল্লেখ করেছেন স্বশিক্ষিত।
নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থীর মধ্যে শুধু একজনের বিরুদ্ধে অতীতে ফৌজদারি মামলা সংশ্লিষ্টতা ছিল। তিনি হলেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক। তাঁর বিরুদ্ধে বর্তমানে কোনো ফৌজদারি মামলা না থাকলেও অতীতে নয়টি মামলা ছিল। এই নয়টি মামলার মধ্যে চারটি ছিল ৩০২ ধারায় মামলা, যা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। অপর পাঁচটি মামলা থেকেও তিনি খালাস পেয়েছেন।
সুজন জানিয়েছে, বিগত নির্বাচনের চেয়ে আয়কর প্রদানকারীর হার হ্রাস পেয়েছে। ২০১৮ সালে আয়কর প্রদানকারীর হার ছিল ৫৭ দশমিক ৮১ শতাংশ। এবারের নির্বাচনে তা দাঁড়িয়েছে ৩৪ দশমিক শূন্য ১ শতাংশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ সরকার, বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমানসহ অন্যরা।
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আবদুল খালেক বাৎসরিক আয়ে ও দায়-দেনাতে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। আজ বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
সংবাদ সম্মেলনে সুজন জানায়, বছরে সর্বোচ্চ ৯০ লাখ ১২ হাজার ৮০০ টাকা আয় করেন জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম। আর দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ লাখ ২০ হাজার ৮৭০ টাকা আয় করেন আওয়ামী লীগের প্রার্থী আবদুল খালেক। এই দুজন প্রার্থীর দেনার পরিমাণ ৪০ শতাংশ। এর মধ্যে শফিকুল ইসলামের দেনার পরিমাণ ৫২ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকা। আর আবদুল খালেকের দায়-দেনার পরিমাণ ১ কোটি ৩৪ লাখ ৩০ হাজার ৭৭০ টাকা।
খুলনা সিটি করপোরেশনের পাঁচজন মেয়র প্রার্থীর মধ্যে একজনের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, দুজনের স্নাতক এবং দুজনের শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে।
স্নাতকোত্তর সম্পন্ন করা মেয়র প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আ. আউয়াল, স্নাতক সম্পন্ন করা দুজন মেয়র প্রার্থী হলেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক ও জাকের পাটির প্রার্থী এস এম সাব্বির হোসেন। জাতীয় পার্টির প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু ও স্বতন্ত্র প্রার্থী এস এম শফিকুর রহমান শিক্ষাগত যোগ্যতার ঘরে উল্লেখ করেছেন স্বশিক্ষিত।
নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থীর মধ্যে শুধু একজনের বিরুদ্ধে অতীতে ফৌজদারি মামলা সংশ্লিষ্টতা ছিল। তিনি হলেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক। তাঁর বিরুদ্ধে বর্তমানে কোনো ফৌজদারি মামলা না থাকলেও অতীতে নয়টি মামলা ছিল। এই নয়টি মামলার মধ্যে চারটি ছিল ৩০২ ধারায় মামলা, যা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। অপর পাঁচটি মামলা থেকেও তিনি খালাস পেয়েছেন।
সুজন জানিয়েছে, বিগত নির্বাচনের চেয়ে আয়কর প্রদানকারীর হার হ্রাস পেয়েছে। ২০১৮ সালে আয়কর প্রদানকারীর হার ছিল ৫৭ দশমিক ৮১ শতাংশ। এবারের নির্বাচনে তা দাঁড়িয়েছে ৩৪ দশমিক শূন্য ১ শতাংশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ সরকার, বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমানসহ অন্যরা।
রাঙামাটিতে চাকরির দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে রুবেল চাকমা (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে তাঁকে আটক করা হয়। তিনি আনসার বাহিনী, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পোশাক গায়ে দিয়ে ছবি তুলে চাকরি দেওয়ার নামে বিভিন্নজনের কাছ থেকে টাকা...
৫ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে মারা যাওয়া ফারিয়া তাসনিম জ্যোতির (৩২) দাফন সম্পন্ন হয়েছে। তিনি চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া এলাকার বাসিন্দা ও পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার মৃত বাবলুর মেয়ে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরে জ্যোতির মরদেহ নিয়ে পৌঁছান স্বজনেরা। এ সময় স্বজনদের...
৪০ মিনিট আগেচাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির তিন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির বেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে...
১ ঘণ্টা আগেময়মনসিংহের ত্রিশালে সাবেক সংসদ সদস্য রুহুল আমীন মাদানীর নামে প্রতিষ্ঠিত একটি মসজিদের উন্নয়নে দুই অর্থবছরে তিনটি প্রকল্পের আওতায় প্রায় কোটি টাকা বরাদ্দ নেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকল্পের কাজই পূর্ণতা পায়নি। একটির কাজ করাই হয়নি, অন্যটির কাজ আংশিক হয়ে থেমে আছে, আরেকটিতে কেবল নামফলক বসিয়েই..
১ ঘণ্টা আগে