Ajker Patrika

আয় ও দেনাতে দ্বিতীয় আওয়ামী লীগের খালেক

সৌগত বসু, খুলনা থেকে
আপডেট : ০৮ জুন ২০২৩, ২১: ২৫
আয় ও দেনাতে দ্বিতীয় আওয়ামী লীগের খালেক

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আবদুল খালেক বাৎসরিক আয়ে ও দায়-দেনাতে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। আজ বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

সংবাদ সম্মেলনে সুজন জানায়, বছরে সর্বোচ্চ ৯০ লাখ ১২ হাজার ৮০০ টাকা আয় করেন জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম। আর দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ লাখ ২০ হাজার ৮৭০ টাকা আয় করেন আওয়ামী লীগের প্রার্থী আবদুল খালেক। এই দুজন প্রার্থীর দেনার পরিমাণ ৪০ শতাংশ। এর মধ্যে শফিকুল ইসলামের দেনার পরিমাণ ৫২ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকা। আর আবদুল খালেকের দায়-দেনার পরিমাণ ১ কোটি ৩৪ লাখ ৩০ হাজার ৭৭০ টাকা। 

খুলনা সিটি করপোরেশনের পাঁচজন মেয়র প্রার্থীর মধ্যে একজনের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, দুজনের স্নাতক এবং দুজনের শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে। 

স্নাতকোত্তর সম্পন্ন করা মেয়র প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আ. আউয়াল, স্নাতক সম্পন্ন করা দুজন মেয়র প্রার্থী হলেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক ও জাকের পাটির প্রার্থী এস এম সাব্বির হোসেন। জাতীয় পার্টির প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু ও স্বতন্ত্র প্রার্থী এস এম শফিকুর রহমান শিক্ষাগত যোগ্যতার ঘরে উল্লেখ করেছেন স্বশিক্ষিত। 

নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থীর মধ্যে শুধু একজনের বিরুদ্ধে অতীতে ফৌজদারি মামলা সংশ্লিষ্টতা ছিল। তিনি হলেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক। তাঁর বিরুদ্ধে বর্তমানে কোনো ফৌজদারি মামলা না থাকলেও অতীতে নয়টি মামলা ছিল। এই নয়টি মামলার মধ্যে চারটি ছিল ৩০২ ধারায় মামলা, যা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। অপর পাঁচটি মামলা থেকেও তিনি খালাস পেয়েছেন। 

সুজন জানিয়েছে, বিগত নির্বাচনের চেয়ে আয়কর প্রদানকারীর হার হ্রাস পেয়েছে। ২০১৮ সালে আয়কর প্রদানকারীর হার ছিল ৫৭ দশমিক ৮১ শতাংশ। এবারের নির্বাচনে তা দাঁড়িয়েছে ৩৪ দশমিক শূন্য ১ শতাংশ। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ সরকার, বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমানসহ অন্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত