Ajker Patrika

নড়াইলে ভ্যানচালকের মৃতদেহ উদ্ধার, ভ্যান ছিনতাইয়ের জন্য হত্যা বলে ধারণা পুলিশের

নড়াইল প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২৩, ১৩: ৪৮
নড়াইলে ভ্যানচালকের মৃতদেহ উদ্ধার, ভ্যান ছিনতাইয়ের জন্য হত্যা বলে ধারণা পুলিশের

নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের আটঘরা এলাকার বরইতলা শ্মশান রোড থেকে দেলবার গাজী (৬০) নামে ব্যাটারিচালিত এক ভ্যানচালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। ভ্যান ছিনতাইয়ের জন্য শ্বাসরোধে তাঁকে হত্যা করা হতে পারে বলে জানিয়েছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান। 

নিহত দেলবার গাজী ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরের মধুরগাতি গ্রামের শুকুর গাজীর ছেলে। 

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, দেলবার গাজী ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো গতকাল সোমবার বিকেলে তিনি ভ্যান নিয়ে বের হয়ে রাতে বাড়িতে ফেরেননি। স্বজনেরা খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। মঙ্গলবার সকালে আটঘরা এলাকার বরইতলা শ্মশান রোডে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। 

ওসি মো. ওবাইদুর রহমান বলেন, মরদেহের সুরতহাল রিপোর্টে গলায় দাগের চিহ্ন দেখা গেছে। দুর্বৃত্তরা ভ্যানটি ছিনতাই করে নিতে তাঁকে শ্বাসরোধে হত্যা করতে পারে। পুলিশ ছিনতাই হওয়া অটো ভ্যান উদ্ধার ও হত্যাকাণ্ডে জড়িতদের আটকে অভিযান শুরু করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত