Ajker Patrika

মাগুরায় ২ সহোদর খুনের বিচার দাবিতে মানববন্ধন

মাগুরা প্রতিনিধি
আপডেট : ২৯ মে ২০২৪, ১৬: ০৫
মাগুরায় ২ সহোদর খুনের বিচার দাবিতে মানববন্ধন

মাগুরার চাঞ্চল্যকর দুই সহোদর খুনের ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মামলার পাঁচ মাস পার হলেও হত্যার রহস্য উদ্‌ঘাটন ও মামলার কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় নিহতের পরিবার ও এলাকাবাসী ক্ষোভ করেছে। 

আজ বুধবার দুপুরে মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে নিহতর পরিবার ও স্থানীয়রা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য দেন মামলার বাদী আবুল কালাম, নিহত সবুজের স্ত্রী আলেয়া খাতুন ও ছোট ভাই আব্দুল্লাহ। 

বক্তারা বলেন, মামলার আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘোরাঘুরি করলেও পুলিশ অজ্ঞাত কারণে নিষ্ক্রিয়। উল্টো আসামিরা নিহতের পরিবারকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করছে। তাঁদের নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত অবস্থায় দিন পার করছেন। 

বিরোধের জেরে গত বছরের ৩০ ডিসেম্বর রাতে মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের সবুজ মোল্যা (৩০) ও তাঁর ভাই হৃদয় মোল্যাকে (১৭) বাড়ি থেকে ডেকে নিয়ে স্থানীয় পুকুর পাড়ে গলা কেটে হত্যা করেন প্রতিপক্ষরা। 

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কালিমুল্লাহ আজকের পত্রিকাকে জানান, মহম্মদপুরের পানিঘাটার দুই সহোদর সবুজ ও হৃদয় হত্যার পরদিন তাঁর বড় ভাই আবুল কালাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় ১০ জনকে আসামি করে হত্যা মামলা রুজু করেন। পুলিশ ইতিমধ্যে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে। একজন আসামি ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে ও তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত