ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার মাথুরাপুর আদর্শ এতিমখানায় ইফতারে বেঁচে যাওয়া দুই টুকরো কমলা খাওয়ায় মোহাম্মদ সাগর (১৬) নামের এক শিক্ষার্থীকে হাত-পা বেঁধে পিটিয়ে আহত করেছেন সহকারী শিক্ষক ইমরান হাওলাদার।
আজ বুধবার ফজরের নামাজের পর এ ঘটনা ঘটে। আহত সাগর রাউতাইল গ্রামের মৃত আনসার মণ্ডলের ছেলে। সে এতিমখানার দশম শ্রেণির শিক্ষার্থী ও আবাসিকে থেকে পড়াশোনা করে।
মারধরের বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন সকাল ৮টার দিকে তাকে সদর হাসপাতালে ভর্তি করেন। এদিকে ঘটনার পর থেকে ওই শিক্ষক পলাতক রয়েছেন।
জানা যায়, সদর উপজেলার রাউতাইল এলাকার মোহাম্মদ সাগরের পিতা আনসার মণ্ডল প্রায় ১০ বছর আগে মারা যান। ফলে তার মা ছোটবেলা থেকে পার্শ্ববর্তী মাথুরাপুর আদর্শ এতিমখানায় আবাসিকভাবে রেখে ছেলেকে পড়াশোনা করান। বিভিন্ন জায়গায় কাজ করে, মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে ছেলের লেখাপড়ার খরচ জোগাড় করেন। শিক্ষার্থী মোহাম্মদ সাগর গত সোমবার দ্বিতীয় রমজানে অন্য শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করে।
এরপর এতিমখানার ডাইনিংয়ে দুই টুকরো কমলা ছিল। পরে সাগর ওই কমলা খেয়ে ফেলে। এরপর কয়েকজন শিক্ষার্থী সহকারী শিক্ষক ইমরান হাওলাদারকে বলে। এরপর আজ সকালে ফজরের নামাজ শেষে শোবার রুমে গিয়ে দুই টুকরো কমলা চুরি করে খাওয়ার অভিযোগ এনে সহকারী শিক্ষক ইমরান হাওলাদার লাঠি দিয়ে সাগরকে বেধড়ক মারেন। কিছুক্ষণ পর সে মাদ্রাসা থেকে বেরিয়ে বাড়িতে গেলে বিষয়টি জানাজানি হয়।
তখন পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করে। এ সময় এতিমখানা থেকে পালিয়ে যান শিক্ষক ইমরান হাওলাদার। পলাতক থাকায় এতিমখানায় গিয়ে তাঁকে পাওয়া যায়নি।
নির্যাতিত ওই শিক্ষার্থী মোহাম্মদ সাগর জানায়, ‘দ্বিতীয় রমজানে ইফতারের পর দেখি কমলার দুটি টুকরা বেঁচে আছে। তখন হেড স্যারের কাছে বিষয়টি বললে স্যার আমাকে বলেন কেউ না আসলে খেয়ে নিয়ো। পরে কেউ না আসলে রাতে আমি কমলার টুকরা খেয়ে নিই। আজ ফজরের নামাজ শেষে ইমরান স্যার আমাকে বলে তুই চুরি করে কমলা খেয়েছিস। এ কথা বলে দড়ি দিয়ে হাত বেঁধে ক্রিকেট খেলার স্টাম্প ও মেহগনি গাছের লাঠি দিয়ে আমাকে মারেন।’
শিক্ষার্থীর মা মোছা. মধুমালা খাতুন বলেন, ‘সকালে জানতে পারলাম, চুরি করে কমলা খাওয়ার অপবাদ দিয়ে আমার ছেলেকে বেধড়ক পিটিয়েছেন ইমরান স্যার।’ তিনি বলেন, ‘এর আগেও আমার ছেলেকে অন্যায়ভাবে পিটিয়েছিলেন ইমরান স্যার। তখন কিছু বলিনি। আজ আবার ছেলেকে মারল। আমি তাঁর বিচার চাই।’
মথুরাপুর আদর্শ এতিমখানার সুপার জাহিদুল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশিফা আশরাফী আইভি বলেন, সাগরের শরীরে মারধরের অসংখ্য চিহ্ন রয়েছে। শারীরিক অবস্থা খুব আশঙ্কাজনক না হলেও তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সাগরকে মারধরের বিষয়ে তার মা ও এতিমখানার লোকজন থানায় এসেছিল। তিনি বলেন, সাগরের মা ওই শিক্ষকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইদহ সদর উপজেলার মাথুরাপুর আদর্শ এতিমখানায় ইফতারে বেঁচে যাওয়া দুই টুকরো কমলা খাওয়ায় মোহাম্মদ সাগর (১৬) নামের এক শিক্ষার্থীকে হাত-পা বেঁধে পিটিয়ে আহত করেছেন সহকারী শিক্ষক ইমরান হাওলাদার।
আজ বুধবার ফজরের নামাজের পর এ ঘটনা ঘটে। আহত সাগর রাউতাইল গ্রামের মৃত আনসার মণ্ডলের ছেলে। সে এতিমখানার দশম শ্রেণির শিক্ষার্থী ও আবাসিকে থেকে পড়াশোনা করে।
মারধরের বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন সকাল ৮টার দিকে তাকে সদর হাসপাতালে ভর্তি করেন। এদিকে ঘটনার পর থেকে ওই শিক্ষক পলাতক রয়েছেন।
জানা যায়, সদর উপজেলার রাউতাইল এলাকার মোহাম্মদ সাগরের পিতা আনসার মণ্ডল প্রায় ১০ বছর আগে মারা যান। ফলে তার মা ছোটবেলা থেকে পার্শ্ববর্তী মাথুরাপুর আদর্শ এতিমখানায় আবাসিকভাবে রেখে ছেলেকে পড়াশোনা করান। বিভিন্ন জায়গায় কাজ করে, মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে ছেলের লেখাপড়ার খরচ জোগাড় করেন। শিক্ষার্থী মোহাম্মদ সাগর গত সোমবার দ্বিতীয় রমজানে অন্য শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করে।
এরপর এতিমখানার ডাইনিংয়ে দুই টুকরো কমলা ছিল। পরে সাগর ওই কমলা খেয়ে ফেলে। এরপর কয়েকজন শিক্ষার্থী সহকারী শিক্ষক ইমরান হাওলাদারকে বলে। এরপর আজ সকালে ফজরের নামাজ শেষে শোবার রুমে গিয়ে দুই টুকরো কমলা চুরি করে খাওয়ার অভিযোগ এনে সহকারী শিক্ষক ইমরান হাওলাদার লাঠি দিয়ে সাগরকে বেধড়ক মারেন। কিছুক্ষণ পর সে মাদ্রাসা থেকে বেরিয়ে বাড়িতে গেলে বিষয়টি জানাজানি হয়।
তখন পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করে। এ সময় এতিমখানা থেকে পালিয়ে যান শিক্ষক ইমরান হাওলাদার। পলাতক থাকায় এতিমখানায় গিয়ে তাঁকে পাওয়া যায়নি।
নির্যাতিত ওই শিক্ষার্থী মোহাম্মদ সাগর জানায়, ‘দ্বিতীয় রমজানে ইফতারের পর দেখি কমলার দুটি টুকরা বেঁচে আছে। তখন হেড স্যারের কাছে বিষয়টি বললে স্যার আমাকে বলেন কেউ না আসলে খেয়ে নিয়ো। পরে কেউ না আসলে রাতে আমি কমলার টুকরা খেয়ে নিই। আজ ফজরের নামাজ শেষে ইমরান স্যার আমাকে বলে তুই চুরি করে কমলা খেয়েছিস। এ কথা বলে দড়ি দিয়ে হাত বেঁধে ক্রিকেট খেলার স্টাম্প ও মেহগনি গাছের লাঠি দিয়ে আমাকে মারেন।’
শিক্ষার্থীর মা মোছা. মধুমালা খাতুন বলেন, ‘সকালে জানতে পারলাম, চুরি করে কমলা খাওয়ার অপবাদ দিয়ে আমার ছেলেকে বেধড়ক পিটিয়েছেন ইমরান স্যার।’ তিনি বলেন, ‘এর আগেও আমার ছেলেকে অন্যায়ভাবে পিটিয়েছিলেন ইমরান স্যার। তখন কিছু বলিনি। আজ আবার ছেলেকে মারল। আমি তাঁর বিচার চাই।’
মথুরাপুর আদর্শ এতিমখানার সুপার জাহিদুল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশিফা আশরাফী আইভি বলেন, সাগরের শরীরে মারধরের অসংখ্য চিহ্ন রয়েছে। শারীরিক অবস্থা খুব আশঙ্কাজনক না হলেও তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সাগরকে মারধরের বিষয়ে তার মা ও এতিমখানার লোকজন থানায় এসেছিল। তিনি বলেন, সাগরের মা ওই শিক্ষকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নেতৃত্বের শূন্যতায় ধুঁকছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। তার প্রভাব পড়ছে নগরজীবনে। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, দূষণ, যানজট, জলজট, খানাখন্দে ভরা রাস্তাঘাট, মশার উপদ্রব, সড়কবাতির অভাবে রাতে ভুতুড়ে পরিবেশ—এসব এখন নগরবাসীর নিত্যসঙ্গী। কিন্তু এসব দেখার কেউ নেই।
২ ঘণ্টা আগেদেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
৪ ঘণ্টা আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
৫ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
৫ ঘণ্টা আগে