কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে পানিতে ১০৪ গ্রাম প্লাবিত হয়েছে। পৌরসভাসহ উপজেলার ১১টি ইউনিয়নের ১ হাজার ৩০ পরিবারের ৪০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বৃষ্টি ও নদ-নদীর পানি উপচে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ সংকট নিরসনে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার বিকেলে শহরের ত্রিমোহিনী মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনতার উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কেশবপুর শহরের চারানি বাজার, কাঁচা বাজার ও আড়ত, গম পট্টিসহ একাধিক সড়ক তলিয়ে গেছে। এলাকার বিভিন্ন টিউবওয়েল পানিতে তলিয়ে যাওয়ায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় উপজেলার ১০৪টি গ্রাম প্লাবিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ইতিমধ্যে প্লাবিত এলাকার মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে শুরু করেছেন।
এদিকে পানিবন্দী এলাকা ঘুরে দেখা গেছে, বৃহস্পতিবার খোঁজাখালি খালের মধ্যকুল স্লুইসগেট উপচে সড়কের ওপর দিয়ে পানি উজানে ঢুকছে। বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন-যাপন করছেন। পানির মধ্য দিয়েই দৈনন্দিন কাজ করতে হচ্ছে তাদের। কেশবপুর সদর ইউনিয়নের ব্যাসডাঙ্গা গ্রামটি বন্যার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
কেশবপুর পৌরসভার মধ্যকুল এলাকায় গিয়ে দেখা যায়, কৃষক বাবলু রহমান পানির ভেতর দিয়ে গরুকে খাওয়ানোর জন্য বিচালি নিয়ে উঁচু স্থানে যাচ্ছেন।
ভোগতী নোনাডাঙ্গা এলাকার মোহাম্মদ পলাশ বলেন, তাদের এলাকার অর্ধশতাধিক পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। ঘরের ভেতর পানি ঢুকে পড়ায় অনেকেই উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। পানির ভেতর দিয়ে যাতায়াতের ফলে শুরু হয়েছে পানিবাহিত রোগ।
কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন বলেন, তার ইউনিয়নের ১১টি গ্রামই বন্যার পানিতে প্লাবিত হয়েছে। ব্যাসডাঙ্গা গ্রামটি বন্যার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
কেশবপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বন্যার পানি ঢুকে পড়েছে। এতে মানুষ ভোগান্তিতে রয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী নিয়াজ মোহাম্মদ ফয়সাল বলেন, কেশবপুর পৌরসভা ও ১১টি ইউনিয়নের ১০৪টি গ্রাম প্লাবিত হয়ে ১ হাজার ৩০ পরিবারের ৪০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ইতিমধ্যে কেশবপুর সরকারি পাইলট উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলতাপোল মাধ্যমিক বিদ্যালয়ে বন্যা কবলিত মানুষেরা আশ্রয় নিয়েছেন।
যশোরের কেশবপুরে পানিতে ১০৪ গ্রাম প্লাবিত হয়েছে। পৌরসভাসহ উপজেলার ১১টি ইউনিয়নের ১ হাজার ৩০ পরিবারের ৪০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বৃষ্টি ও নদ-নদীর পানি উপচে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ সংকট নিরসনে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার বিকেলে শহরের ত্রিমোহিনী মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনতার উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কেশবপুর শহরের চারানি বাজার, কাঁচা বাজার ও আড়ত, গম পট্টিসহ একাধিক সড়ক তলিয়ে গেছে। এলাকার বিভিন্ন টিউবওয়েল পানিতে তলিয়ে যাওয়ায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় উপজেলার ১০৪টি গ্রাম প্লাবিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ইতিমধ্যে প্লাবিত এলাকার মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে শুরু করেছেন।
এদিকে পানিবন্দী এলাকা ঘুরে দেখা গেছে, বৃহস্পতিবার খোঁজাখালি খালের মধ্যকুল স্লুইসগেট উপচে সড়কের ওপর দিয়ে পানি উজানে ঢুকছে। বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন-যাপন করছেন। পানির মধ্য দিয়েই দৈনন্দিন কাজ করতে হচ্ছে তাদের। কেশবপুর সদর ইউনিয়নের ব্যাসডাঙ্গা গ্রামটি বন্যার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
কেশবপুর পৌরসভার মধ্যকুল এলাকায় গিয়ে দেখা যায়, কৃষক বাবলু রহমান পানির ভেতর দিয়ে গরুকে খাওয়ানোর জন্য বিচালি নিয়ে উঁচু স্থানে যাচ্ছেন।
ভোগতী নোনাডাঙ্গা এলাকার মোহাম্মদ পলাশ বলেন, তাদের এলাকার অর্ধশতাধিক পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। ঘরের ভেতর পানি ঢুকে পড়ায় অনেকেই উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। পানির ভেতর দিয়ে যাতায়াতের ফলে শুরু হয়েছে পানিবাহিত রোগ।
কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন বলেন, তার ইউনিয়নের ১১টি গ্রামই বন্যার পানিতে প্লাবিত হয়েছে। ব্যাসডাঙ্গা গ্রামটি বন্যার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
কেশবপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বন্যার পানি ঢুকে পড়েছে। এতে মানুষ ভোগান্তিতে রয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী নিয়াজ মোহাম্মদ ফয়সাল বলেন, কেশবপুর পৌরসভা ও ১১টি ইউনিয়নের ১০৪টি গ্রাম প্লাবিত হয়ে ১ হাজার ৩০ পরিবারের ৪০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ইতিমধ্যে কেশবপুর সরকারি পাইলট উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলতাপোল মাধ্যমিক বিদ্যালয়ে বন্যা কবলিত মানুষেরা আশ্রয় নিয়েছেন।
রাজধানীর উত্তরা পূর্ব থানায় শিলা আক্তার নামের এক নারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে ২৭১ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলার ১৬৫ নম্বর আসামি গাজীপুর মহানগরীর ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মুরাদ হোসেন বকুল। তিনি অভিযোগ করেছেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক
১ ঘণ্টা আগেমাটির বুদ্ধ। সাধারণত মহামতি গৌতম বুদ্ধকে যে ধ্যানস্থ বসার ভঙ্গিতে দেখা যায়, এটি তেমন নয়। মাথা কাত করে এক পাশে হাতের দিকে এলিয়ে দেওয়া। আছে সুই–সুতা দিয়ে তৈরি করা বুদ্ধের চিত্র। ছাই দিয়েও আঁকা হয়েছে তাঁর ছবি।
১ ঘণ্টা আগেপাওনাদারদের ভয়ে আত্মগোপনে ছিলেন আবদুর রহিম। এর মধ্যে চট্টগ্রামের চাক্তাই খালে এক ব্যক্তির লাশ মিললে সেটি তাঁর বলে শনাক্ত করে দাফন করেন পরিবারের সদস্যরা। এবার সেই রহিমকে জীবিত খুঁজে পেয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগেখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চট্টগ্রামের সীমান্তবর্তী হওয়ায় আশপাশের আরও তিন উপজেলার রোগীরা এখানে ভিড় করেন। ৩১ শয্যার এই হাসপাতাল ২০২১ সালে ৫০ শয্যায় উত্তীর্ণ হলেও এখনো জনবল রয়ে গেছে আগের হিসাবেই। কিন্তু সেই অনুযায়ী ১০১ জন থাকার কথা থাকলেও কর্মরত আছেন ৫০ জন। ফলে জনবলসংকটে
১ ঘণ্টা আগে