Ajker Patrika

মোংলায় রূপালী ব্যাংকের ভবনে অগ্নিকাণ্ড

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ২২: ১৪
মোংলায় রূপালী ব্যাংকের ভবনে অগ্নিকাণ্ড

বাগেরহাটের মোংলা পৌরসভার শাপলা চত্বরের একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ রোববার বিকেলে ভবনটির তৃতীয় তলায় লাগা আগুনে কেউ হতাহত হননি। তবে ভবনটির দ্বিতীয় তলায় রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের শাখা থাকায় কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রূপালী ব্যাংক মোংলা পোর্ট শাখার ব্যবস্থাপক সুমন কুমার রায় বলেন, ‘আগুনের খবর পেয়ে গ্রাহকদের টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র নিরাপদে দ্রুত সরিয়ে ফেলি। তা ছাড়া স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।’

ফায়ার সার্ভিস বাগেরহাট সার্কেল-২-এর পরিদর্শক মো. কাইয়ুমজ্জামান বলেন, ‘প্রথমে রূপালী ব্যাংকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। পরে দেখি ব্যাংকের তৃতীয় তলায় একটি টেইলার্সের ঘরে আগুন জ্বলছে। স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে আগুন এক ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়। আমরা ধারণা করছি, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’ 

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ‘ভবনটির নিচতলায় থাকা সেঞ্চুরি টেইলার্সের কারখানা রয়েছে। ওই কারখানায় শর্টসার্কিটের মাধ্যমে এই আগুনের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’ 

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, শাপলা চত্বরের ফেন্সি কমপ্লেক্স ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ওই ভবনের নিচতলায় থাকা সেঞ্চুরি টেইলার্সের কারখানা রয়েছে। ওই কারখানায় শর্টসার্কিটের মাধ্যমে এই আগুনের ঘটনা ঘটে প্রাথমিকভাবে জানতে পেরেছি। 

তবে দ্রুত নিয়ন্ত্রণে আনায় আগুন বেশি ছড়াতে পারেনি। কারখানায় থাকা শ্রমিকেরা দ্রুত নেমে পড়ায় হতাহতের ঘটনাও ঘটেনি। এমনকি ওই ভবনের দ্বিতীয় তলায় থাকা রূপালী ব্যাংকও আগুন পৌঁছাতে না পারায় অল্পের জন্য রক্ষা পায় সেটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত