Ajker Patrika

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানকে মারধরের ঘটনা তদন্ত করবে জেলা প্রশাসন

বাগেরহাট প্রতিনিধি
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানকে মারধরের ঘটনা তদন্ত করবে জেলা প্রশাসন

বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমানকে মারধরের ঘটনা তদন্ত করবে জেলা প্রশাসন। ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেনের বিরুদ্ধে মারধরের এই অভিযোগ ওঠে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন এবং সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমানকে শুনানিতে অংশগ্রহণের জন্য চিঠি দেওয়া হয়েছে। বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন। 

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ‘শুক্রবার (৩ মার্চ) সকাল ১০টায় ফকিরহাট বিশ্বরোড সংলগ্ন এলএসডি গোডাউন (কাঠালতলা) সংলগ্ন ঘটনাস্থলে সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমানের গায়ে হাত তোলার ঘটনার সরেজমিনে তদন্ত করা হবে। এ সময় ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমানকে শুনানিতে অংশগ্রহণ করার জন্য বলা হয়েছে। একই সঙ্গে বেলা ১১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের শুনানি গ্রহণ করা হবে। উভয়কে সাক্ষী প্রমাণাদিসহ উপস্থিত থাকতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত