Ajker Patrika

খুলনায় মাদক মামলায় একজনের কারাদণ্ড

খুলনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনায় মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় দেন। একই সঙ্গে তাঁকে ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. জিয়াউর রহমান, তিনি সাতক্ষীরা জেলার পলাশপোল সরকারি গোস্তানের বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের সূত্র জানায়, গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে, সোনাডাঙ্গা থানাধীন কলাবাগানে হালিম মোল্লার নির্মাণাধীন বাড়ির সামনে এক ব্যক্তি মোটরসাইকেলে ফেনসিডিল বহন করছেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ২০১৪ সালের ৭ জুন রাতে ওই এলাকায় অভিযান চালায়। পুলিশ দেখে জিয়া মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে ব্যর্থ হন।

পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতরে ফেনসিডিল রয়েছে। এ সময় আসামি তেলের ট্যাংকের ভেতর থেকে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ২৬ বোতল ফেনসিডিল বের করে দেন।

এ ঘটনায় ওই দিন রাতে সোনাডাঙ্গা থানার এসআই মো. হাতেম আলী বাদী হয়ে মাদক আইনে জিয়াউর রহমানকে আসামি করে একটি মামলা করেন। একই বছরের ৭ জুলাই জিয়াউর রহমানকে আসামি করে সোনাডাঙ্গা থানার এসআই মো. মিজানুর রহমান আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত