Ajker Patrika

সীমাখালী বাজারে অগ্নিকাণ্ডে ২৬ লাখ টাকার ক্ষতি

শালিখা (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৪: ৪৫
সীমাখালী বাজারে অগ্নিকাণ্ডে ২৬ লাখ টাকার ক্ষতি

মাগুরার শালিখা উপজেলার সীমাখালী বাজারে অগ্নিকাণ্ডে তিনটি মিষ্টির দোকান ও একটি ইলেকট্রিক দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। 

বাজারের রবিউলের মুসলিম মিষ্টান্ন ভান্ডারে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে পাশের আরও দুটি মিষ্টির দোকান ও একটি ইলেকট্রিক পণ্যের দোকান আগুনে পুড়ে যায়। বাজারে আগুন দেখে সীমাখালী বাজারে অবস্থানরত শামছুর রহমান মাগুরা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনেন। অগ্নিকাণ্ডে বাজারের চারটি দোকানের জিনিসপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে। 

এ বিষয়ে মুসলিম মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী রবিউল ইসলাম জানান, তাঁর দোকানে তিনটি ফ্রিজ, চার আলমারিসহ মোট ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

সীমাখালী বাজারের দোকানদার আজিজুর জানান, তাঁর দোকানের একটি ফ্রিজ, তিনটি আলমারিসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

দোকানদার আলাউদ্দীন বলেন, তাঁর দোকানের একটি ফ্রিজ, চারটি আলমারিসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

দোকানদার লিটন বলেন, ‘আমার দোকানের সব মালামাল পুড়ে গেছে। আমি কিছুদিন আগে যশোর থেকে প্রায় ৩ লাখ টাকার পণ্য কিনে এনেছি। আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ 

ডি এ ডি ফায়ার স্টেশন কর্মকর্তা মাসুদ সরদার বলেন, ‘আমরা দিবাগত রাত ২টার (আনুমানিক) দিকে খবর পেয়েছি। ঘটনাস্থলে পৌঁছানোর ৩০ মিনিটির মধ্যে বাজারের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’ 

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) বিশারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত