Ajker Patrika

গেম খেলতে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
গেম খেলতে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা

মোবাইল গেম খেলতে না দেওয়ায় মাগুরার মহম্মদপুরে তহমিনা খাতুন (১৪) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আজ শুক্রবার সকালে উপজেলার বাবুখালী ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী ওই গ্রামের ইশারত মোল্লার মেয়ে। সে চালিমিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

ইশারত মোল্লা জানান, শুক্রবার সকালে তহমিনাকে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্বজনেরা। পরে তাঁর ওড়না কেটে বিছানায় নামানো হয় তার লাশ। তিনি বলেন, কয়েক দিন তার মা মোবাইলে গেম খেলতে নিষেধ করেন ও মোবাইল কেড়ে নেয়। এরপর থেকে তহমিনা ভাত খাওয়া বন্ধ করে দেয়। পরে মার সঙ্গে মনোমালিন্য হয়। এরপর শুক্রবার এ ঘটনা ঘটে। 

বাবুখালী ক্যাম্পের এসআই মো. সাগর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত