Ajker Patrika

ভেড়ামারায় পাঠকদের আয়োজনে আজকের পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ২৮ জুন ২০২২, ১১: ১৬
ভেড়ামারায় পাঠকদের আয়োজনে আজকের পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুষ্টিয়ার ভেড়ামারায় পাঠকদের আয়োজনে আজকের পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টায় ডাকবাংলোর সামনে উন্মুক্ত চত্বরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

সম্মিলিত সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক বোরহান খন্দকারের সভাপতিত্বে এবং আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি ও ভেড়ামারা প্রেসক্লাবের সহসভাপতি বাবলু মোস্তাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা পৌরসভার প্যানেল মেয়র নাইমুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলার মাটি রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সোলাইমান চিশতী, ভেড়ামারা ডায়াগনস্টিক ও ক্লিনিক অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ডা. আমিরুল ইসলাম মান্নান, আয়কর আইনজীবী ও প্রেসক্লাবের সহসভাপতি মনির উদ্দিন। এ ছাড়া আজকের পত্রিকার পাঠক মনির, ওয়াহেদ খন্দকার, ফয়জুল ইসলাম মিলন, পিয়ারুল ইসলাম, জুয়েল, স্বাধীন, আরিফুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ভোরের কাগজের প্রতিনিধি ইসমাইল হোসেন বাবু, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডা. কামরুল ইসলাম মনা, সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার সম্পাদক হেলাল মজুমদার, ওয়ালিউল ইসলাম ওলি, ওমর ফারুক, মনোয়ার হোসেন মারুফ, ইয়ামিন হোসেন, মাসুদ রানা, মোহন ইসলাম, ইখলাস হোসেন, রুমেল আলী, রুহানুজ্জামান, শান্ত হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত