গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনী সড়কে গাছ ফেলে ঘণ্টাব্যাপী গণ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে মুজাহিদুল ইসলাম ও হাসান নামের দুজন আহত হয়েছেন। আজ শনিবার উপজেলার শুকুরকান্দি এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার শুকুরকান্দি সড়কে গাছ ফেলে ২০ / ২৫ জনের ডাকাত দল দূরপাল্লার যাত্রীবাহী বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা লুট করে নিয়ে যায়। ওই সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে দুজন আহত হয়েছেন।
একই সময় ডাকাতির হাত থেকে বাঁচতে পালিয়ে আসার সময় একটি ট্রাক উল্টে খাদে পড়ে যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ আসে। তবে পুলিশ আসার আগেই ডাকাতরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তারা আরও জানান, রাস্তায় এভাবে ডাকাতি হলে মানুষ চলাচল করবে কীভাবে। এক প্রকার আতঙ্কের মধ্যেই রাস্তায় চলাচল করতে হয়। তাই প্রশাসনের কাছে অনুরোধ রাতে পুলিশি টহল বাড়াতে হবে।
ভুক্তভোগী কুষ্টিয়ার মুজাহিদুল ইসলাম বলেন, ‘ডাকাত দলের সদস্যরা এসে যা কিছু ছিল সবকিছু নিয়ে যায়। আর আমাদের কাছে যা কিছু ছিল সব দিয়ে দিয়েছিলাম। তারপরও আমাদের আঘাত করে। এ সময় তিনজন আহত হয়। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল।’
মটমুড়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, ‘গতকাল গভীর রাতে উপজেলার শুকুরকান্দি এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। এতে ডাকাত দলের সদস্যরা বিভিন্ন যানবাহনের গতি রোধ করে টাকা–পয়সা ছিনিয়ে নিয়ে যায়।’
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই ডাকাতি কাজে যারা জড়িত তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ সময় মেহেরপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ্ উদ্দিন, গাংনী থানার ওসি বানী ইসরাইলসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩ সেপ্টেম্বর রাতে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনীর আকুবপুরে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় শ্যামলী পরিবহনের চালক ও চালকের সহকারী আহত হন। শ্যামলী পরিবহনসহ বেশ কয়েকটি গাড়ির গতিরোধ করে ১৫ থেকে ২০ জন ডাকাত দলের সদস্যরা।
মেহেরপুরের গাংনী সড়কে গাছ ফেলে ঘণ্টাব্যাপী গণ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে মুজাহিদুল ইসলাম ও হাসান নামের দুজন আহত হয়েছেন। আজ শনিবার উপজেলার শুকুরকান্দি এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার শুকুরকান্দি সড়কে গাছ ফেলে ২০ / ২৫ জনের ডাকাত দল দূরপাল্লার যাত্রীবাহী বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা লুট করে নিয়ে যায়। ওই সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে দুজন আহত হয়েছেন।
একই সময় ডাকাতির হাত থেকে বাঁচতে পালিয়ে আসার সময় একটি ট্রাক উল্টে খাদে পড়ে যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ আসে। তবে পুলিশ আসার আগেই ডাকাতরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তারা আরও জানান, রাস্তায় এভাবে ডাকাতি হলে মানুষ চলাচল করবে কীভাবে। এক প্রকার আতঙ্কের মধ্যেই রাস্তায় চলাচল করতে হয়। তাই প্রশাসনের কাছে অনুরোধ রাতে পুলিশি টহল বাড়াতে হবে।
ভুক্তভোগী কুষ্টিয়ার মুজাহিদুল ইসলাম বলেন, ‘ডাকাত দলের সদস্যরা এসে যা কিছু ছিল সবকিছু নিয়ে যায়। আর আমাদের কাছে যা কিছু ছিল সব দিয়ে দিয়েছিলাম। তারপরও আমাদের আঘাত করে। এ সময় তিনজন আহত হয়। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল।’
মটমুড়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, ‘গতকাল গভীর রাতে উপজেলার শুকুরকান্দি এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। এতে ডাকাত দলের সদস্যরা বিভিন্ন যানবাহনের গতি রোধ করে টাকা–পয়সা ছিনিয়ে নিয়ে যায়।’
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই ডাকাতি কাজে যারা জড়িত তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ সময় মেহেরপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ্ উদ্দিন, গাংনী থানার ওসি বানী ইসরাইলসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩ সেপ্টেম্বর রাতে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনীর আকুবপুরে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় শ্যামলী পরিবহনের চালক ও চালকের সহকারী আহত হন। শ্যামলী পরিবহনসহ বেশ কয়েকটি গাড়ির গতিরোধ করে ১৫ থেকে ২০ জন ডাকাত দলের সদস্যরা।
পুলিশি হেফাজত থেকে যুবক পালিয়ে যাওয়ার ঘটনায় আজ বুধবার বরিশাল স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির দুই কর্মকর্তাসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে। কর্মকর্তারা হলেন উপপরিদর্শক (এসআই) রেজা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব। বাকি দুজন কনস্টেবল।
২৭ মিনিট আগেসিরাজগঞ্জে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিহত শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫)। আজ বুধবার রাত সোয়া ১০টার দিকে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সরাতৈল গ্রামে সরাতৈল মাদ্রাসা মাঠে জানাজা হয়। পরে তাঁকে দাফন করা হয় পাশের জান্নাতুল বাকি...
২৯ মিনিট আগেশিক্ষার মান উন্নয়নে শিল্প খাতের মতামত জরুরি উল্লেখ করে বিশিষ্টজনেরা বলেছেন, শিক্ষার সঙ্গে শিল্প ও চাকরির প্রয়োজনীয়তার মধ্যে বড় একটি ব্যবধান রয়েছে। তাই পাঠ্যক্রম উন্নয়ন, হাতে-কলমে শেখার সুযোগ ও ক্যারিয়ার গাইডেন্সের গুরুত্বপূর্ণ। রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে...
১ ঘণ্টা আগেসাম্য খুনের ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ বলছে, তিনজনই মাদকসেবী। মঙ্গলবার রাতে তাঁরা সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছিলেন মাদক সেবন করতে। এ সময় মোটরসাইকেল ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁরা সাম্যকে ছুরিকাঘাতে....
১ ঘণ্টা আগে