Ajker Patrika

বাগেরহাটে গভীর রাতে আগুনে পুড়েছে ৮ দোকান

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০: ৩৪
বাগেরহাটে গভীর রাতে আগুনে পুড়েছে ৮ দোকান

বাগেরহাটে আগুনে আটটি দোকান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে সদর উপজেলার যাত্রাপুর বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে স্থানীয় শহিদুল ইসলামের কসমেটিকসের দোকান, সোহাগ শেখের কসমেটিকসের দোকান, ফাহিম ইসলামের লেপ-তোশকের দোকানসহ বিভিন্ন পণ্যের দোকান রয়েছে। আগুনে অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন দোকানগুলোর মালিকেরা।

এ বিষয়ে জানতে চাইলে বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আজকের পত্রিকাকে বলেন, রাত ১২টায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এনেছে। আগুনে আটটি দোকান পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ফায়ার সার্ভিস কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত