Ajker Patrika

মোল্লাহাটে মধুমতি নদীতে গোসল করতে নেমে শ্রমিক নিখোঁজ

প্রতিনিধি, মোল্লাহাট (বাগেরহাট) 
মোল্লাহাটে মধুমতি নদীতে গোসল করতে নেমে শ্রমিক নিখোঁজ

বাগেরহাটের মোল্লাহাটে মধুমতি নদীতে গোসল করতে নেমে বিল্লাল মোল্লা (২৬) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছে। বুধবার (১৮ আগস্ট) বিকেলে মোল্লাহাট পুরোনো ফেরিঘাট সংলগ্ন মধুমতি নদীতে নোঙর করা একটি কার্গো জাহাজ থেকে সিমেন্ট খালাস শেষে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই শ্রমিক। 

নিখোঁজ বিল্লাল মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের ইউনুস মোল্লার ছেলে। সে জাহাজ বা কার্গো থেকে সিমেন্ট খালাসের কাজ করত। 

নিখোঁজের খবর পেয়ে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত দেড় ঘণ্টা চেষ্টা করেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। আগামীকাল আবার উদ্ধার অভিযান চালাবে ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, খুলনা সদর (লিডার) মো. শফিকুল ইসলাম জানান, নিখোঁজের খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করি। খুলনার ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নিয়েছে। দেড় ঘণ্টা চেষ্টা করেও ওই শ্রমিককে খুঁজে পাওয়া যায়নি। আগামীকাল সকালে আবার অভিযান শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত