Ajker Patrika

জুলাই-আগস্টে চানখাঁরপুলের ঘটনায় অভিযোগ দিতে এক মাস সময়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ২৩: ১৫
জুলাই-আগস্টে চানখাঁরপুলের ঘটনায় অভিযোগ দিতে এক মাস সময়

জুলাই-আগস্টে রাজধানীর চানখাঁরপুল এলাকায় নির্বিচারে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য এক মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ মঙ্গলবার প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ দাখিলের জন্য ২৫ মে দিন ধার্য করেন।

এর আগে গত রোববার প্রতিবেদন জমা দেওয়া হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে। যেখানে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনকে অভিযুক্ত করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এই মামলায় আট পুলিশ সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। তবে আশপাশের এলাকায় আরও মানবতাবিরোধী অপরাধ হয়েছে। সেখানে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগসহ যারা জড়িত ছিল, তাদের বিষয়ে তদন্ত অব্যাহত আছে। তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে পৃথক চার্জশিট দাখিল করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত